বুথে ঢুকে শ্লীলতাহানীর অভিযোগ! গ্রেফতার BJP প্রার্থীর এজেন্ট

বুথে ঢুকে শ্লীলতাহানীর অভিযোগ! গ্রেফতার BJP প্রার্থীর এজেন্ট

রাসবিহারি:  রাসবিহারী কেন্দ্রে বিজেপি প্রার্থী সুব্রত সাহার এজেন্ট মোহন রাওয়ের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ৷ বুথের ঢুকে শ্লীলতাহানির অভিযোগে তাকে আটক করল নিউ আলিপুর থানার পুলিশ। তৈরি হয় চরম বিশৃঙ্খলা৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাসবিহারী৷ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী৷ অন্যদিকে অভিযোগ অস্বীকার বিজেপি এজেন্টের৷ 

আরও পড়ুন- বুথের বাইরে বচসায় সায়নী, রীতিমতো তৃণমূল প্রার্থীকে হুমকি দিল পুলিশ

রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অর্ন্তর্গত অলিপুরের বিদ্যভারতী স্কুলের শ্লীলতাহানীর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে৷ বিজেপি’কে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করার চেষ্টা চলছে এখানে৷  এমনই দাবি তৃণমূলের৷ বিজেপি’র পাল্টা অভিযোগ, তৃণমূল সুষ্ঠভাবে ভোট করতে দিচ্ছে না৷ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়৷ উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী৷ বিদ্যাভারতী স্কুলের একটা গেট বন্ধ করে দেওয়া হয়৷ ইতিমধ্যে পৌঁছন সুব্রত সাহা ও তাঁর নির্বাচনী এজেন্ট মোহন রাও৷ এর পরেই দেখা যায় মোহন রাওকে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে৷ পুলিশ জানায়, বুথে ঢুকে তিনি মহিলাদের হাত ধরে টানাটানি করেছেন৷ শ্লীলতাহানী করেছেন৷ তৎক্ষনাৎ তাঁকে আটক করে নিউ আলিপুর থানায় নিয়ে যাওয়া হয়৷ তবে মোহন রায়ের দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =