বুথের খুব কাছ থেকে উদ্ধার তাজা বোমা, উত্তপ্ত লাভপুর

বুথের খুব কাছ থেকে উদ্ধার তাজা বোমা, উত্তপ্ত লাভপুর

লাভপুর:  ভোট শুরু হতেই উত্তপ্ত অষ্টম দফা৷ সকাল থেকেই উত্তপ্ত বীরভূমের লাভপুরে৷ হাতিয়া হাজরাপাড়া থেকে উদ্ধার তাজা বোমা৷ এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ৷ পাশাপাশি লাভপুরে কংগ্রেস সমর্থকদের বাড়িতে ‘হামলা’র অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে৷  

আরও পড়ুন- খাস কলকাতায় বিজেপি কর্মীকে বুথে ঢুকতে বাধা, সাত সকালে উত্তেজনা

হাতিয়ার হাজরাপাড়ার ৮১ নম্বর বুথ থেকে কিছুটা দূরে একটি পুকুর পাড়ে বোমা মজুত করে রাখা ছিল বলে খবর পায় পুলিশ৷ খবর পেয়েই সেখানে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী৷ উদ্ধার করা হয় ১০ থেকে ১২টি তাজা বোমা৷ এই ঘটনায় পিন্টু হাজরা নামে এক যুবককে আটক করেছে পুলিশ৷ হাতেনাতে ওই যুবককে ধরা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ পুকুর পাড়ে পিন্টুই ওই বোমাগুলি পাহারা দিচ্ছিল বলে অভিযোগ৷ তাকে লাভপুর থানায় নিয়ে যাওয়া হয়৷ এর পর গ্রামের ভিতরেও বেশ কিছু জায়গায় তল্লাশি চালানো হয়৷ কিন্তু কারা এই বোমা মজুত করেছিল তা জানা যায়নি৷ তৃণমূল ও বিজেপি উভয়েই জানিয়েছেন পিন্টু হাজরা তাদের কর্মী নন৷ গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷ পিন্টু বলেন, কেন ধরে নেওয়া যাচ্ছে জানি না৷ এই হাজরা পাড়াতেই সকালে পুলিশকে সঙ্গে নিয়ে কংগ্রেস সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছিল৷ বোমা খোঁজার নামে লন্ডভন্ড করা হয় তাঁদের বাড়ি৷     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =