বিজেপি, কংগ্রেস, এসইউসিআই-এর সঙ্গে তৃণমূলের সঙ্গে জঙ্গিপুরে তুলকালাম, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস পুলিশের

বিজেপি, কংগ্রেস, এসইউসিআই-এর সঙ্গে তৃণমূলের সঙ্গে জঙ্গিপুরে তুলকালাম, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস পুলিশের

জঙ্গিপুর:  পুরভোট ঘিরে জঙ্গিপুরে তুলকালাম৷ জঙ্গিপুরের ১৯ নম্বর ওয়ার্ডে বিজেপি, কংগ্রেস, এসইউসিআই-এর সঙ্গে সংঘর্ষ৷ ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ৷ ফাটানো হল কাঁদানে গ্যাসের শেল৷ 

আরও পড়ুন- বিকেল ৫ টার পরেই হকি খেলা হবে! কীসের ইঙ্গিত দিলেন ‘কেষ্ট’

বিরোধীদের অভিযোগ, ১৯ নম্বর ওয়ার্ডে বুথ দখল করেছে শাসক দল৷ চলছে দেদার ছাপ্পা ভোট৷ প্রতিবাদে বিক্ষোভ শুরু করে বিরোধীরা৷ শাসক দলের কর্মী সমর্থকদের সঙ্গে প্রথমে বচসা, তারপর শুরু হয় হাতাহাতি৷ এর পরেই শুরু হয় দু’পক্ষের ইটবৃষ্টি৷ রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ৷ পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়৷ গোটা এলাকা থমথমে রয়েছে৷  স্থানীয় সূত্রে খবর, ১৩৯ ও ১৪২ নম্বর বুথের একশো মিটারের মধ্যেও বোমাবাজি হয়েছে। 

অন্যদিকে, পুরসভার ১ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী জিয়াউল শেখকে মারধরের অভিযোগ উঠেছে। তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া জঙ্গিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে ইভিএম ভাঙচুরের অভিযোগ উঠেছে। সেখানে দুষ্কৃতীরা ভোটকর্মীদের মারধর করেছে বলে অভিযোগ৷ ধুলিয়ান পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডেও বোমাবাজি হয়েছে। শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা একাজে যুক্ত বলে অভিযোগ বিরোধীদের।