তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র ইসলামবাজার, গেরুয়া প্রার্থীকে ঘিরে ধুন্ধুমার

তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র ইসলামবাজার, গেরুয়া প্রার্থীকে ঘিরে ধুন্ধুমার

ইসলামবাজার:  তৃণমূল-বিজেপি সংঘর্ষে অষ্টম দফায় রণক্ষেত্র ইসলামবাজার৷ পুলিশের সামনেই চলল ব্যাপক হাতাহাতি, সংঘর্ষ৷ পাশাপাশি বিজেপি প্রার্থীকে ঘিরে চরম বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেসের সমর্থকরা৷ 

তৃণমূল সমর্থকদের দাবি এখানে অশান্তি পাকাচ্ছেন বিজেপি প্রার্থী৷ বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় ও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরেও চলে স্লোগান৷ অন্যদিকে, তিনিও ছেড়ে কথা বলবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন অনির্বাণ৷ এর পরেই লাঠি উঁচিয়ে জমায়েত সরানোর চেষ্টা করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ রীতিমতো ধাওয়া করা হয় তাঁদের৷ এরই মাঝে হাতাহাতিতে জড়ায় দুই পক্ষ৷ পুলিশের সামনেই রাস্তায় ফেলা লাঠিপেটা ও জুতো খুলে মারা হয় বেশ কয়েকজনকে৷ পরে অবশ্য পুলিশের তরফে কড়া অবস্থান নেওয়া হয়৷ ভিড় সরিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়৷ 

এদিকে অনির্বান গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, তৃণমূলই এখানে গন্ডোগোল করছে৷ তাই তিনি এখান থেকে সরবেন না৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তিনি কোথাও যাবেন না বলেই জানিয়ে দেন৷ তাঁর অভিযোগ, এখানে ভোট দিতে দেওয়া হচ্ছে না গ্রামের মানুষকে৷ এর পরেই এলাকায় পৌঁছয় কিউআরটি বাহিনী৷ অনির্বান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা শুনে জমায়েত সরাতে লাঠি উঁচিয়ে ছুটে যায় কেন্দ্রীয় বাহিনী৷ তিনি বলেন, কিউআরটি দেখে এখন পালাচ্ছে৷ এখানে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *