ভোটের উত্তাপ বাড়িয়ে সম্মুখ সমরে তৃণমূল-বিজেপি, রণক্ষেত্র বয়াল

ভোটের উত্তাপ বাড়িয়ে সম্মুখ সমরে তৃণমূল-বিজেপি, রণক্ষেত্র বয়াল

নন্দীগ্রাম:  বেলা বাড়তেই রেয়াপাড়ার বাড়ি থেকে সোজা ভোট ময়দানে মেনে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বয়ালের বিভিন্ন বুথে নিজে যাচ্ছেন তৃণমূল নেত্রী৷  এরই মধ্যে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নন্দীগ্রামের বয়াল৷ 

আরও পড়ুন- বেলা গড়াতেই বিপুল অভিযোগ নির্বাচন কমিশনে! বাড়ছে ভোটের হার

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়েই বয়ালে রীতিমতো ক্ষোভ উগড়ে দেন ভোটাররা৷ ভোটে বাধা দেওয়ার অভিযোগ তোলেন তাঁরা৷ পরিস্থিতি চরমে পৌঁছয়৷  উত্তেজনার পারদ চড়তে থাকে৷  এখানে সকাল থেকেই অভিযোগ ছিল, ৭ নম্বর বুথে তৃণমূলের এজেন্টকে বসতে দেওয়া হয়নি৷ ভয় দেখিয়ে বিজেপি’কে ভোট দেওয়ার জন্য ভোটারদের বাধ্য করা হচ্ছে৷ এখানে অবাধে ভোট লুঠ হয়েছে। তৃণমূল বারবার এই কেন্দ্রে অভিযোগ করলেও কোনও ব্যবস্থা করা হয়নি৷ অন্যদিকে, বিজেপি বলে আসছে এখানে কোনও সমস্যা নেই৷ এদিকে বেলা বাড়তেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ৭ নম্বর বুথে পৌঁছন৷ এরই মাঝে দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হয় হতাহাতি৷ পুলিশ, কেন্দ্রীয় বাহিনী থাকা সত্বেও তৃণমূল ও বিজেপি’র মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়৷ রীতিমতো থান ইঁট তুলে একে অপরকে টার্গেট করেন তাঁরা৷ পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে৷  কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় দু’ পক্ষের ইঁট ছোড়াছুড়ি৷ একে অপরের দিকে ধেয়ে আসে দুই পক্ষ৷  এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নেয় বয়াল৷   মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুথের ভিতরে রয়েছেন, তখন বাইরে ওঠে জয় শ্রীরাম ধ্বনি৷  দুই দলের মধ্যে পরিস্থিতি সামল দিতে পৌঁছয়  ব়্যাফ-পুলিশ৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − fifteen =