অগ্নিগর্ভ বোলপুর, পুলিশের সামনেই বাঁশ হাতে দু’পক্ষের তাণ্ডব, ইটবৃষ্টি

অগ্নিগর্ভ বোলপুর, পুলিশের সামনেই বাঁশ হাতে দু’পক্ষের তাণ্ডব, ইটবৃষ্টি

7d26ac0992bcad1c3ab223676b7263af

বোলপুর: রণক্ষেত্র বোলপুরের ধরমপুর৷ বিজেপি প্রার্থীকে ঘিরে গোব্যাক স্লোগান৷ তৃণমূল ও বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার কাণ্ড৷ বচসা থেকে হাতহাতি, সংঘর্ষ৷ বাঁশ হাতে ভাঙচুর করা হয় বিজেপি প্রার্থীর গাড়ি৷ বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে থাকা গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ৷ বিজেপি প্রার্থীকেও বাঁশ হাতে তাড়া করা হয়৷ পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে দু’পক্ষের মধ্যে শুরু হয় পাথর ছোড়াছুড়ি৷ আহত দু’পক্ষেরই কর্মী সমর্থক৷

আরও পড়ুন- বোমা নয়, বাজি ফেটেছে! মহাজাতি সদনের ঘটনায় কমিশন

এদিকে পাথরের আঘাতে তৃণমূলের এক সমর্থক গুরুতর জখম হন৷ রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ পুলিশের সামনেই চলে সংঘর্ষ৷ অনির্বাণ গঙ্গোপাধ্যায় বোঝানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি৷ তাঁর গাড়িতেও হামলা চালানো হয়৷ দফায় দফায় বাড়ে উত্তেজনা৷ বাঁশ হাতে দাপিয়ে বেড়াচ্ছে দুই দলের সমর্থকরাই৷ এক বিজেপি কর্মীর মাথা বাঁশ দিয়ে ফাটিয়ে দেওয়া হয়৷ তাঁর অভিযোগ, তৃণমূলের গুণ্ডারা এই হাল করেছে৷ চারজন বিজেপি’কর্মীর মাথা ফাটানো হয়েছে বলে দাবি তাদের৷ পরে পরিস্থিতি সামাল দিতে এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী, ব়্যাফ৷ চলে লাঠিচার্জ৷ চলছে টহল৷ 

ধরমপুর অঞ্চলে অনির্বান গঙ্গপাধ্যায় আসার পরেই অশান্তির সূত্রপাত৷ তৃণমূলের অভিযোগ, উনি আসার পরেই সমস্যা সৃষ্টি৷ তার আগে ভোট হচ্ছিল শান্তিপূর্ণভাবেই৷ অন্যদিকে এই ঘটনায় অনির্বান গঙ্গোপাধ্যায় বলেন, এই বুথে  মানুষ ভোট দিতে পারছিলেনন না৷ সে কারণেই আসা৷ আমার গাড়ি পিছন থেকে পাথর ছুড়ে ভেঙে দেওয়া হয়েছে৷ এর পিছনে রয়েছে তৃণমূলের গুণ্ডাবাহিনী৷ তবে আমি আক্রান্ত নই৷ আজ সকাল থেকে সমস্যা হচ্ছিল৷ পুলিশ প্রশাসন পদক্ষেপ নিচ্ছিল৷ বেলা বাড়তে আমি বার হই৷ দমনপুরের একটি বুথে সমস্যা হয়েছে৷ এখানে প্রায় ৫০০ জন ভোটার ভোট দিতে পারছিল না৷ তাঁদের ভোট দেওয়ানোর বন্দোবস্ত করা হয়৷ তখন থেকেই শুরু হয় স্লোগানিং৷ পিছন থেকে পাথর ছোড়া হয়৷ হার বুঝতে পেরেই হামলা৷ তবে খুব ভালো ভোট হচ্ছে৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *