দুই গ্রামের সংঘর্ষে ধুন্ধুমার, অস্ত্র হাতে দাপাদাপি, পড়ল বোমা, উত্তপ্ত ভাঙড়

দুই গ্রামের সংঘর্ষে ধুন্ধুমার, অস্ত্র হাতে দাপাদাপি, পড়ল বোমা, উত্তপ্ত ভাঙড়

ভাঙড়:  ভাঙড়ে জল নিকাশির জন্য রাস্তা কাটা নিয়ে রীতিমতো ধুন্ধুমার৷ দুই গ্রামের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে৷ চলল গুলি৷ পড়ল বোমা৷ বন্দুক হাতে প্রকাশ্যে দাপিয়ে বেরাল গ্রামবাসীরা৷ ভাইরাল ভিডিয়ো৷ এদিকে খবর পেয়েই এলাকায় পৌঁছে লাঠিচার্য করে পুলিশ৷ এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কয়েক জনকে আটকও করা হয়েছে৷

আরও পড়ুন- ‘খুনের রাজনীতি গণতন্ত্র নয়, মায়ের আর্তনাদ শুনুন’, মমতাকে বিঁধলেন সম্বিত

এই ঘটনার পর থেকেই থমথমে বানিয়াড়া গ্রাম৷  ভাইরাল হওয়া ভিডিয়োতে যাদের বন্দুক হাতে ঘুরতে দেখা গিয়েছিল, তাদের বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়ছে৷ তবে যাদের এখনও ধরা সম্ভব হয়নি তাদের পরিবারের সদস্যদের আটক করে থানায় নিয়ে গিয়েছে কাশীপুর থানার পুলিশ৷ 

প্রসঙ্গত, বাগজেলা খালের পাড়ে রয়েছে বানিয়াড়া ও চিলেতলা গ্রাম। প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়ে জলের তলায় চিলেতলা গ্রামের চাষের জমি৷ জল ঢুকেছে বাড়িতেও। পরিস্থিতি সামাল দিতে জল নিকাশির জন্য চিলেতলা গ্রামের বাসিন্দারা খাল পাড়ের রাস্তা কাটেন। তাতে বাধা দেয় বানিয়াড়ি গ্রামের বাসিন্দারা৷ এর পরেই শুরু হয় অশান্তি৷ যা পরে ব্যাপক সংঘর্ষের রূপ নেয়৷ বন্দুক উঁচিয়ে রাস্তায় চলতে থাকে ক্ষমতার আস্ফালন৷ চলে বোমাবাজি৷ 

এদিকে দু’পক্ষের সংঘর্ষে বেশ কয়েক জনের মাথা ফেটে গিয়েছে৷ আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে৷ এই ঘটনায় এখনও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি৷ ঘটনা প্রসঙ্গে ভোগালি ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মোদ্দাসের হোসেন বলেন, ‘‘রাস্তা কাটা নিয়ে সমস্যার শুরু শুনেছি৷ পুরো বিষয়টা এখনও জানি না। দুই গ্রামের মধ্যে ঝামেলা হয়েছে। দুটি গ্রামই ভেসে গিয়েছে। গোটা বিষয়টা আগে শুনি, পরে সব ঝামেলা মিটমাট করে দেব।”
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + eight =