বাংলার পর এবার অজানা জ্বরে কাঁপছে জম্মু-কাশ্মীর, ১০ শিশুর মৃত্যু

বাংলার পর এবার অজানা জ্বরে কাঁপছে জম্মু-কাশ্মীর, ১০ শিশুর মৃত্যু

শ্রীনগর: হু হু করে বাড়ছে তাপমাত্রা। তার সঙ্গে সমানতালে চলছে বমি। মূত্রেও দেখা দিচ্ছে সংক্রমণ। জম্মু ও কাশ্মীরের উধমপুরে অজানা জ্বরে ইতিমধ্যে ১০ টি শিশুর মৃত্যু হয়েছে। এই অজানা জ্বরের সংক্রমণে বহু শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের শুধউ উধমপুর নয়, বেশ কয়েকটি এলাকায় শিশুদের সংক্রমণের খবর পাওয়া গিয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

জম্মু ও কাশ্মীরের প্রশাসনের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতে বমি, জ্বর ও পেটে ব্যাথা নিয়ে শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়।মৃত শিশুরা সকলেই রামনগর ব্লকের বাসিন্দা বলে জানা গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কোনও কারণে শিশুরা সংক্রমণের শিকার হয়েছেন। কিন্তু কীভাবে এই শিশুরা সংক্রমণের শিকার হয়েছে, সেই বিষয়ে কোনও হদিশ চিকিৎসকরা দিতে পারেনি।চিকিৎসকরা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্তনা এই সংক্রমণের হদিশ পাওয়া যাচ্ছে, শিশুদের সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব নয়।

রক্ত পরীক্ষা করে সংক্রমণ জীবানুকে চিহ্নিত করা সম্ভব হয়নি। চিকিৎসকরা অনুমান করেছে, হামলাকারী কোনও ব্যাকটেরিয়া বা ভাইরাস। এদের চিহ্নিত করার জন্য আরও পরীক্ষার প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন। এই ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে প্রথমে কিডনিকে অকেজো করে দেয়। এর জেরেই মূত্রনালীতে সংক্রমণ দেখা যাচ্ছে বলে তিনি মনে করছেন।
উধমপুরের চিফ মেডিক্যাল অফিসার কে সি ডোগরা বলেছেন, “রামনগরের ৪০ কিলোমিটার এলাকার মধ্যেই এই রোগের কবলে পড়েছে শিশুরা। তবে আশপাশের আরও অনেক এলাকা থেকেই শিশুদের অসুস্থ হওয়ার খবর মিলেছে। মেডিক্যাল টিম তৈরি করে জায়গায় জায়গায় ক্যাম্প করা হচ্ছে।”

রাজ্য স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, চার থেকে ছয় বছর বয়সী শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে এই সংক্রমণে। প্রত্যেকেরই বমি ও মূত্রনালীতে সংক্রমণ দেখা গেছে। চণ্ডীগড়ের পিজিআই, জম্মুর এসএমজিএস এবং লুধিয়ানার হাসপাতালে ভর্তি রয়েছে আরও অনেক শিশু। প্রত্যেকেরই রোগের উপসর্গ এক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 3 =