হাতে ধনুক, পিঠে তূণ, রাজ রাজ্যে পূজিত হচ্ছেন রামরূপী যোগী

হাতে ধনুক, পিঠে তূণ, রাজ রাজ্যে পূজিত হচ্ছেন রামরূপী যোগী

লখনউ:  রাম রাজ্যে যোগী বন্দনা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর দেবতার আসনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ মুখ্যমন্ত্রীকে উৎসর্গ করে উত্তরপ্রদেশের অযোধ্যা জেলায় স্থাপিত হল মন্দির। যে মন্দিরে সকাল-সন্ধ্যে পূজিত হন বিজেপির এই ‘পোস্টার বয়’। 

আরও পড়ুন- ভোটে কালো টাকার রমরমা রুখতে ভাবনা নির্বাচন কমিশনের, আইন মন্ত্রীকে চিঠি

মন্দিরটি গড়ে উঠেছে ভরতকুণ্ডের কাছে পুরওয়া গ্রামে৷ সেখানে একেবারে ঠিক ভগবান শ্রী রামের আদলে গড়ে তোলা হয়েছে যোগী আদিত্যনাথের প্রমাণ সাইজের মূর্তি৷ গেরুয়া বস্ত্র যোগীর ডান হাতে ধরা রয়েছে ধনুক৷ পিঠে বাণভর্তি তূণ। দিনে দু’বার তাঁর মূর্তির সামনে হয় বিশেষ প্রার্থনা। পুজোর পর দু’বেলা মন্দিরে প্রসাদ বিতরণ করেন পুরোহিত। গোরক্ষপুরের গোরক্ষনাথ মন্দিরের প্রধান মহন্ত (যোগি) আদিত্যনাথ নিজে সন্ন্যাসধর্মে দীক্ষিত। তবে এভাবে তাঁকে ভগবানের আসনে বসিয়ে পুজো করা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে৷  নাম না করে মোদীকে খোঁচা দিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

লোকমুখে প্রচলিত রয়েছে, বনবাসে যাওয়ার সময় এই জায়গাতেই দাদা রামকে বিদায় জানিয়েছিলেন ভাই ভরত। সেই থেকেই এই এলাকার নাম ভরতকুণ্ড। সেই পুরাণ কাহিনী মাথায় রেখেই ২০১৫ সালে এই পুণ্যভূমিতে যোগীর নামে মন্দির নির্মাণের প্রতিজ্ঞা করেন অযোধ্যা নগরীর এক বাসিন্দা প্রভাকর মৌর্য। এই মন্দির তৈরি করতে খরচ হয়েছে প্রায় সাড়ে আট লক্ষ টাকা। রাজস্থান থেকে অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছে মুখ্যমন্ত্রীর মূর্তি। শুরু হয়েছে নিত্যপুজো৷