temperature
নয়াদিল্লি: বাংলার আকাশ থেকে সরেছে দুর্যোগের মেঘ৷ রোদের দেখা মিলতেই মিলেছে শীতের আভাস৷ উত্তর এবং পশ্চিম ভারতের একাধিক অংশে ইতিমধ্যেই পারদ নামতে শুরু করেছে। রাজস্থানের সিরোহি জেলায় পারদ শূন্য ডিগ্রিতে নেমে গিয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও নামতে পারে বলে পূর্বাভাস। খুশির মেজাজে পর্যটকরাও। এই মুহূর্তে যারা মাউন্ট আবুতে রয়েছেন, তাঁরা হাড়কাঁপানো শীতের আমেজ চুটিয়ে উপভোগ করছেন৷
রাজস্থানের পাশাপাশি পারদ পড়েছে দিল্লিতেও৷ রাতের তাপমাত্রা দ্রুত গতিতে নেমেছে দিল্লি-এনসিআর এলাকায়। এরই মধ্যে ঢুকতে শুরু করেছে শুরু করেছে পশ্চিমী ঝঞ্ঝা। মূলত হিমাচল প্রদেশে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব সবচেয়ে বেশি৷ এর জেরে দিল্লি সহ গোটা উত্তর ভারতেই আগামী সপ্তাহে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত পারদ পতন হবে বলে পূর্বাভাস রয়েছে। হিমাচলের পাহাড়ি অঞ্চলে তুষারপাতেরও পূর্বাভাসও দেওয়া হয়েছে।