মিগজাউম-এর ফণায় উধাও ঠান্ডা, ঘূর্ণিঝড়ের আর কী কী প্রভাব বাংলায়! শীত আসবে কবে?

মিগজাউম-এর ফণায় উধাও ঠান্ডা, ঘূর্ণিঝড়ের আর কী কী প্রভাব বাংলায়! শীত আসবে কবে?

temperature

কলকাতা: ডিসেম্বরের গোড়াতেই দরজায় কড়া নাড়ছিল শীত৷ ব্যাট-প্যাড পরে তৈরি ছিল লম্বা ইনিংসের জন্য৷ কিন্তু, শুরুর আগেই ঘূর্ণিঝড়ের কাঁটায় বিদ্ধ শীত৷ বাংলার মানুষ সদ্যই শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছিল৷ সবটাই ভেস্তে দিল ঘূর্ণিঝড় মিগজাউম। মঙ্গলবার দুপুরে অন্ধ্র উপকূলে আছড়ে পড়ে প্রবল ঘূর্ণিঝড়। সেই ঝড়ের প্রভাব পড়েছে কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত এই বাংলাতেও। মিগজাউমের প্রভাবেই পশ্চিমবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। কিন্তু কবে শীতের দেখা মিলবে? 

ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে৷ সেই বৃষ্টির প্রভাব কাটতেই ফিরবে শীতের আমেজ৷ হাওয়া অফিস জানাচ্ছে, বৃষ্টির প্রভাবে তৈরি অক্ষরেখা কাটতেই ডিসেম্বরে আরও জোরদার হয়ে ফিরবে শীত৷ 

গত কয়েক দিন ধরেই দক্ষিণের জেলাগুলিতে বাড়ছে তাপমাত্রা৷ বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছিল ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। শহর কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছিল ১৮ ডিগ্রির নীচে। কিন্তু বুধবার তাপমাত্রার এক লাফে ২২.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৬ ডিগ্রি বেশি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 2 =