উত্তুরে হাওয়ায় রাজ্য জুড়ে শীতের আমেজ, পারদ নামল ২০ ডিগ্রির নীচে

উত্তুরে হাওয়ায় রাজ্য জুড়ে শীতের আমেজ, পারদ নামল ২০ ডিগ্রির নীচে

কলকাতা:  বাংলাজুড়ে শীতের আমেজ৷ রাজ্যে ঢুকতে শরু করেছে উত্তুরে হাওয়া৷ যার জেরে কলকাতায় পারদ নামল ২০ ডিগ্রির নীচে৷ সকালে বেশ শীত অনুভূত হচ্ছে৷ ঠাণ্ডা থাকছে রাতেও৷ কালিপুজো, ভাইফোঁটার আগে বঙ্গ জুড়ে মনোরম মরশুম৷ 

আরও পড়ুন- আরও মহার্ঘ LPG! এক ধাক্কায় ২৬৬ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

হাওয়া অফিস জানিয়েছে, সকালে আংশিক কুয়াশা থাকছে এবং এটা থাকবে৷ সোমবার সকালে মহানগরে সর্বনিম্ন তাপমাত্র ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস৷ তবে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯০ শতাংশ৷ আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ 

কলকাতার পাশাপাশি জেলাতেও তামপাত্রা কমতে শরু করেছে৷  শ্রীনিকেতনে পারদ নেমেছে ১৭ ডিগ্রিতে৷ পুরুলিয়া ও বাঁকুড়াতে সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রির নিচে। পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে থাকবে বলেই জানানো হয়েছে৷ বাংলাজুড়ে বিরাজ করবে হেমন্ত৷ 
এদিকে উত্তরের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ পাশাপাশি ঢুকবে শুষ্ক ও শীতল হাওয়া৷ মঙ্গলবার পর্যন্ত উত্তরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বুধবার থেকেই উত্তরে দাপট দেখাতে শুরু করবে শীত৷ রাতের তাপমাত্রা কমবে৷ সকাল ঢাকা থাকবে কুয়াশায়৷ পুজোর আগে থেকে বৃষ্টিতে নাজেহাল বাংলার মানুষ৷ একের পর এক নিম্নচাপ হয়েছে৷ পুজোর আগে বেশ কিছু রাজ্যে বন্যাও হয়েছে৷ এবার আসছে শীত৷ শ্যামা পুজো থেকেই বঙ্গে শুরু হবে শীতের আমেজ৷ এখন থেকেই টান পড়ছে ত্বকে৷ ফাঁটছে ঠোঁট৷ 

এদিকে, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে৷ যা শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের কাছাকাছি অবস্থান করছে। ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে কেরল উপকূলে দিকে যাবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + eighteen =