খানিক বাড়ল শহরের তাপমাত্রা! বড়দিন পর্যন্ত আরও চড়তে পারে পারদ

খানিক বাড়ল শহরের তাপমাত্রা! বড়দিন পর্যন্ত আরও চড়তে পারে পারদ

kolkata

কলকাতা: পূর্বাভাস ছিলই৷ সেই মতোই শুক্রের সকালে আরও একটু বাড়ল কলকাতার তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি৷ আগামী তিন দিন তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে৷ ফলে বড়দিনে মিলবে না শীতের কড়া আমেজ৷ বরং উষ্ণতার ছোঁয়া নিয়েই শহরবাসী মাতবে ক্রিস্টমাসের উঞসবে৷ হাওয়া অফিস জানাচ্ছে, আগামী পাঁচ দিন শহরের তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস নেই। বরং রাতের তাপমাত্রাও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। উধাও হতে পারে কনকনে ভাব৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 3 =