খানিকটা নামল পারদ, তবে সঙ্গে রাখুন ছাতা! বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

খানিকটা নামল পারদ, তবে সঙ্গে রাখুন ছাতা! বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

temperature

কলকাতা: বছরের শেষটা শীত বিহীন ভাবেই কাটিয়েছে শহরবাসী৷ উত্তরের কয়েকটি জেলা বাদে গোটা রাজ্যেই শীতের তেমন দাপট দেখা যায়নি৷ এমন অবস্থায় বঙ্গবাসীর মনে প্রশ্ন ছিল, নতুন বছরে কি শীতের দেখা মিলবে? নতুন বছরে খানিকটা পারদ পতন হয়েছে বৈকি৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দশ দিন অপেক্ষার পর কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁয়েছে। ২০২৩-এর ২২ ডিসেম্বর থেকে তাপমাত্রা ঘোরাফেরা করেছে ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে৷ অবশেষে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। যদিও তা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি বেশি।

আজ, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে৷ সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি কম। আম বাঙালির মনে এখন একটাই প্রশ্ন এবার কি থিতু হবে শীত? হাওয়া অফিস বলছে, আগামী দু’দিন তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে দু’দিন পর ফের তা সামান্য বাড়তে পারে। রয়েছে বৃষ্টির সম্ভাবনাও৷ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে, তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং-এ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *