বড়দিনেও কি ঠাণ্ডায় যবুথবু হবে বাংলা, নাকি চড়বে পারদ? যা বলছে হাওয়া অফিস

বড়দিনেও কি ঠাণ্ডায় যবুথবু হবে বাংলা, নাকি চড়বে পারদ? যা বলছে হাওয়া অফিস

temperature

কলকাতা: কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা৷ হু হু করে রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া৷ বড়দিনেও কি থাকবে এমনই আমেজ? উত্তর দিল আলিপুর আবহাওয়া দফতর৷ তবে তা শীতপ্রেমীদের জন্যে মোটেও সুখবর নয়। কারণ, হাওয়া অফিস বলছে ২৫ ডিসেম্বরের আগে, খানিকটা বাড়বে তাপমাত্রা৷ এমনকি স্বাভাবিকের উপরেও পৌঁছতে পারে পারদ। গত সপ্তাহ থেকে যে ভাবে ধুন্ধুমার ব্যাটিং করছে শীত, তাতে খানিকটা ধাক্কা লাগতে পারে৷ 

মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক৷ সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের জেলাগুলির মধ্যে সব চেয়ে বেশি শীত পড়েছে দার্জিলিঙে৷ উত্তরের এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। তার পরেই রয়েছে কালিম্পং৷ সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে রেকর্ড ঠান্ডা পড়েছে বিষ্ণুপুরে (১০.৫ ডিগ্রি)৷ তার পরেই রয়েছে বীরভূমের শ্রীনিকেতন (সর্বনিম্ন ১০.৮ ডিগ্রি)৷ তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে তাপমাত্রা একটু একটু করে বৃদ্ধি পাবে৷ সপ্তাহের শেষেই শীতের দাপট কমতে পারে। দু-তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবারের পর তাপমাত্রা বাড়বে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + three =