Winter
কলকাতা: ভরা পৌষে উধাও শীত৷ রাতে খানিকটা বোঝা গেলেও, দিনের বেলায় শীত যেন মালুমই হচ্ছে না৷ স্বাভাবিকের থেকে বেশিই রয়েছে তাপমাত্রা। আর কি শীতের দেখা মিলবে না? এই প্রশ্ন যখন বাঙালির মনে ঘুরপাক খাচ্ছে, তখন হাওয়া অফিস জানাল, আগামী কাল অর্থাৎ ১০ তারিখের আগে জাঁকিয়ে শীতের পূর্বাভাস নেই। পৌষ সংক্রান্তি আসতে চললেও কনকনে শীতের আমেজ বেপাত্তা৷
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের উফর আঘাত হানতে চলেছে। তবে, পশ্চিমবঙ্গের ওপর আপাতত কোনও সিস্টেম নেই। হরিয়ানা, জম্মু ও কাশ্মীরের উপর দু’টি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। তবে সেগুলি বাংলার ওপর দিয়ে যেতে সময় লাগবে৷ তবে ১০ জানুয়ারির আগে তাপমাত্রা কমার কোনও ইঙ্গিত নেই৷ এদিকে, লাক্ষাদ্বীপ এবং উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত বঙ্গে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের প্রভাব পড়ার কোনও আভাস নেই বলেই জানিয়েছে আলিপুর৷