কলকাতা: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে সোমবার হালকা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়৷ তবে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই৷ শুষ্কই থাকবে আবহাওয়া৷ উল্টে আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খানিকটা কমতে পারে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। তবে সপ্তাহান্তে ফের বাড়বে গরমের তেজ৷ দোলের আগেই তাপমাত্রার পারদ চড়ত শুরু করবে হু হু করে। অস্বস্তিকর আবহাওয়ায় গলদঘর্ম হবে শহরবাসী। শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে দু’ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে৷