পারদ নামছে হু হু করে! জেলায় জেলায় শীতের আমেজ, কলকাতায় উষ্ণতা কত?

পারদ নামছে হু হু করে! জেলায় জেলায় শীতের আমেজ, কলকাতায় উষ্ণতা কত?

05b86f9bd63a85331cf6380d957c5545

কলকাতা: পারদেরও ওঠানামা চলছেই। সোমবার কলকাতায় সামান্য বাড়ল তাপমাত্রা। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা রবিবারের চেয়ে সামান্য বেশি। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন- দুর্নীতি এড়াতে কেন্দ্রীয় ভাবে ইন্টারভিউ, সিদ্ধান্ত পর্ষদের

আগামী কয়েক দিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে শীতের আমেজ অনুভব করতে বঙ্গবাসী। দিনের বেলায় তাপমাত্রার পারদ খুব বেশি চড়বে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।  

কলকাতার পাশাপাশি জেলাতেও বেশ শীত শীত ভাব। ডিসেম্বরের আগেই একাধিক জেলায় পারদ নেমেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে। আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস।  পানাগড়ে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে রবিবার শহরের খুব কাছে ব্যারাকপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। দিঘাতেও পারদ পতন। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। মুর্শিদাবাদ এবং বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৪ ডিগ্রি এবং ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। ফলে রাতের দিকে বেশ ভালোই শীত অনুভূত হয়েছে জেলায় জেলায়৷