রিচার্জ না করলেই আপনার সিম অন্যের! সুপ্রিম রায়ে পৌষ মাস টেলিকম সংস্থাগুলির

রিচার্জ না করলেই আপনার সিম অন্যের! সুপ্রিম রায়ে পৌষ মাস টেলিকম সংস্থাগুলির

telecom companies

কলকাতা: দীর্ঘদিন ফোন রিচার্জ না করে ফেলে রেখেছেন? তাহলে সাবধান! কারণ, রিচার্জ না করলে আপনার মোবাইল নম্বর ব্যবহার করতে পারবেন অন্য গ্রাহক। একটি মামলায় এমনটাই রায় দিল সুপ্রিম কোর্ট। (Supreme Ruling)

সম্প্রতি এক আইনজীবী এই সংক্রান্ত একটি মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে। ওই ব্যক্তি তাঁর আবেদনে বলেছিলেন, ফোন নম্বরে রিচার্জ না করলে সেই নম্বর যেন অন্য কোনও গ্রাহককে বিক্রি করা না হয়৷। আইনজীবীর যুক্তি ছিল, এমনটা হলে আগের ব্যক্তির সব তথ্যই পরেরজনের হাতে পৌঁছে যাবে। এই মামলার শুনানির পর সুপ্রিম কোর্টের মন্তব্য, দীর্ঘদিন ফোনে রিচার্জ করা না হলে, নম্বর হাতছাড়া হবে৷ 

সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, তথ্যের গোপনীয়তা রক্ষার দায় সংশ্লিষ্ট ব্যক্তির৷ তাই হোয়াটসঅ্যাপসহ অন্যান্য অ্যাপের তথ্য, ব্যবহারকারীকেই সামলে রাখতে হবে। তাঁর তথ্য অন্য ব্যক্তির হাতে যাওয়ার আগেই মুছে ফেলতে হবে‌। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, কোনও টেলিকম সংস্থাকে দীর্ঘদিন বন্ধ পড়ে থাকা নম্বর হস্তান্তরে নিষেধ করা যাবে না৷ তথ্যচুরির ভয় থাকলে তথ্য রক্ষার দায় সংশ্লিষ্ট ব্যক্তির৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =