ভয়ঙ্কর নৃশংস! খুন করে মৃতের সঙ্গে সেলফি যুবকের, তবুও শান্ত চোখ

ভয়ঙ্কর নৃশংস! খুন করে মৃতের সঙ্গে সেলফি যুবকের, তবুও শান্ত চোখ

হাযদরাবাদ: নৃশংস৷ খুন করে মৃতদেহের পাশে দাঁড়িয়ে সেলফি তুলল যুবক৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি৷

ওই ছবিতে দেখা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন ৬২ বছরের অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর শিবরাজ৷ তাঁর নিথর দেহের পাশে দাঁড়িয়েই ছবি তোলে অভিযুক্ত৷ ওই যুবকের নাম বিবেক৷ সে ইঞ্জিনিয়রিং–এর ড্রপ আউট ছাত্র৷ সম্পর্কে শিবরাজের ভাইপো৷ পরিবারিক কোন্দলের জেরেই এই খুন বলে সূত্রের খবর৷ ঘটনায় এখনও পর্যন্ত তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷
শিবরাজ উতনুরের গঙ্গান্নাপেটের বাসিন্দা বলে জানা গিয়েছে৷ গত ৬ তারিখ বিবেকের হাতে খুন হন তিনি৷

বিবেকের বাবা জয়রাজের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল তাঁদের৷ ঘটনার দিন গ্রামের একটি প্রার্থনাসভায় বিবেকের সঙ্গে দেখা হয় শিবরাজের৷ মুখোমুখি হওয়ার পরই সম্পত্তি নিয়ে বচসা বাঁধে তাঁদের মধ্যে৷ অশান্তি চরমে পৌঁছলে লাঠি নিয়ে শিবরাজের উপর হামলা করে বিবেক৷ মাথা দিয়ে গলগল করে রক্ত বেরতে শুরু করে শিবরাজের৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷

মৃতদেহটি উতনুর হাসাপাতালে নিয়ে যাওয়া হয়৷ পুলিশের কাছে আত্মসমর্পণ করে বিবেক সহ তিন অভিযুক্ত৷ তাদের স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে৷ প্রসঙ্গত, ওই সেলফির সত্যতা যাচাই করে দেখছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 4 =