পাটনা: সোমবার অর্থাৎ দশমীর দিন দুর্গা প্রতিমা বিসর্জনের সময় রণক্ষেত্রের চেহারা নেয় মুঙ্গের। অভিযোগ ওঠে, প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা এলোপাথাড়ি লাঠিচার্জ করে পুলিশ, গুলিও চালানো হয়। ফলে মৃত্যু হয় একজনের। এই ঘটনায় এবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে নিশানা করলেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব। শুধু নিশানা করলেন বলা ভুল, রীতিমতো কটাক্ষ করে নীতীশ কুমারের পুলিশকে জেনারেল ডায়ারের সঙ্গে তুলনা করলেন তিনি।
তেজস্বীর কথায়, পুলিশকে জেনারেল ডায়ার হওয়ার নির্দেশ দিয়েছিল কে, এটা বুঝতে হবে। বিহারের মুখ্যমন্ত্রী কি করছেন, উপ মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল মোদিও কি করছেন? প্রশ্ন তোলেন তেজস্বী। তিনি দাবি করেন, এই সরকার আদতে দ্বিচারিতা করে। সবকিছু জানা সত্বেও মুখ বুজে চুপ করে বসে থাকে। পুলিশকে জেনারেল ডায়ারের মতো কাজ করতে কে নির্দেশ দিয়েছে সেটা সবাইকে জানাতে হবে। বিজেপি সরকারের থেকে উত্তর চেয়েছেন তেজস্বী। প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা ও লাঠিচার্জ এবং গুলি চালানোর ঘটনার নিন্দা করে তিনি বলেন, বিহারের মুখ্যমন্ত্রী এই ঘটনার জন্য দায়ী এ ব্যাপারে তিনি নিশ্চিত, এর জন্য সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তেজস্বী।টুইট করে মুঙ্গেরের এসপি লিপি সিংয়ের সাসপেনশন দাবি করেছেন এলজেপি নেতা চিরাগ পাসওয়ান।
মুঙ্গেরের ঘটনার বিষয়ে মুখ খুলেছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালাও। তিনি বলেন, বিহারের সরকার চালাচ্ছে নির্দয় কুমার এবং নির্মম মোদি। যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। অভিযুক্তদের কঠিন শাস্তি পেতে হবে। একইসঙ্গে এই ঘটনাকে ব্রিটিশ আমলের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করেছে বিরোধীরা। উল্লেখ্য, এই ঘটনায় পুলিশের তরফে দাবি করা হয়, শোভাযাত্রা দ্রুত শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেই শোভাযাত্রার মধ্যে থাকা কিছু দুষ্কৃতী তাদের ওপর গুলি চালায়। তাদের পাল্টা আক্রমণ করার সময় ভিডিও করা হলে সেটি ভাইরাল হয়ে যায়। এদিকে ভিডিওতে পুলিশকে লাঠিপেটা করতে আর গুলি চালাতে দেখা গিয়েছে।