বদলে গেল বিশ্বজয়ী ক্রিকেট দলের পোশাক, নতুন জার্সি পরেই প্রধানমন্ত্রী সকাশে রোহিতেরা

নয়াদিল্লি: বিশ্বজয়ের পরই বদলে গেল ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি জার্সি। বৃহস্পতিবার সকালে দেশে ফেরার পরই নতুন জার্সি হাতে পান রোহিত শর্মারা। সেই জার্সি পরেই প্রধানমন্ত্রী…

নয়াদিল্লি: বিশ্বজয়ের পরই বদলে গেল ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি জার্সি। বৃহস্পতিবার সকালে দেশে ফেরার পরই নতুন জার্সি হাতে পান রোহিত শর্মারা। সেই জার্সি পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে গিয়েছেন টিম ইন্ডিয়ার সদস্যরা৷

 

যদিও টি-২০ বিশ্বকাপের জার্সির সঙ্গে নতুন জার্সির বিশেষ পার্থক্য নেই। রং এক রেখে শুধু জার্সির নকশাতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। বাঁ দিকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর লোগোর উপর তারার সংখ্যা আরও দু’টি বৃদ্ধি পেয়েছে। যা ভারতের দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের প্রতীক হিসাবে তুলে ধরা হয়েছে। এ ছাড়া ইংরাজি হরফে বড় বড় করে লেখা ‘INDIA’-র  নিচে লেখা হয়েছে ‘চ্যাম্পিয়ন্স’। দিল্লির হোটেলে পা রেখেই নতুন জার্সি হাতে পেয়েছেন ক্রিকেটারেরা। প্রধানমন্ত্রীর সঙ্গে সেই জার্সি পরেই দেখা করতে গিয়েছেন৷ সেই ছবি ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য সঞ্জু স্যামসন। উল্লেখ্য, ‘চ্যাম্পিয়ন্স’ লেখাটি কিন্তু ভারতের টি-টোয়েন্টি জার্সিতে পাকাপাকি ভাবে থাকবে না।

 

Picture of Jersey

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *