হাত বাড়ান, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্যের জন্য আবেদন শিক্ষক সংগঠনের

করোনা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ তহবিল গড়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা ঘোষণা করেছেন। দলময় নির্বিশেষে এগিয়ে আসছেন অনেকেই। এবার জনগণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করার আবেদন জানাল শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ।

0bf7937dae6c6a05067c1dac95c28c9d

কলকাতা: করোনা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ তহবিল গড়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা ঘোষণা করেছেন। দলময় নির্বিশেষে এগিয়ে আসছেন অনেকেই। এবার জনগণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করার আবেদন জানাল শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ ও মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি৷

করোনা ভাইরাস কোভিড ১৯-এ জেরবার গোটা বিশ্ব। ভারতেই ইতিমধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে এর কারণে। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের ঘটনা ১০টিরও বেশি। এই পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সকল স্তরের মানুষ। পাশে দাঁড়িয়েছে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চও। লকডাউন পরিস্থিতির কথা তুলে ধরে তারা জানিয়েছে, 'হয়েছে। দীর্ঘদিন এই পরিস্থিতি চলতে থাকলে দেশের একেবারে সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় এবং অসংগঠিত ক্ষেত্রের অসংখ্য মানুষ চরম বিপর্যয়ের মুখে পড়বে। এই অবস্থায় যাঁদের সামর্থ্য রয়েছে, একটু বেশি সচ্ছল তাঁরা যদি বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে এই মুহূর্তে এই মানুষগুলো ন্যূনতম প্রয়োজনের ভিত্তিতে নিজেদের বাঁচিয়ে রাখতে পারবে। এই মুহূর্তে আমাদের সামর্থ্য অনুযায়ী এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের একান্ত কর্তব্য বলে মনে করি।' তাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তারা সাহায্যের আবেদন জানিয়েছেন রাজ্যবাসীর উদ্দেশ্যে। 'যেভাবে পারি এই পরিস্থিতিতে মানুষ হয়ে মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিই', আহ্বান জানিয়েছে সংগঠনটি। এছাড়াও করোনা পরিস্থিতি মোকাবিলায় যে সমস্ত বিজ্ঞানসম্মত পদক্ষেপ করা যায়, সেগুলি মেনে চলার অনুরোধও জানানো হয়েছে সংগঠনের তরফে। 

মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সভাপতি বিশ্বজিৎ পোদ্দার ও  সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র জানিয়েছেন, ‘‘করোনা পরিস্থিতিতে রাজ্যের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকারের তহবিলে অর্থ দানের সিদ্ধান্ত নিয়েছে৷ সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে সবাই মুক্ত হস্তে দান করুন৷ আগামী ৬ এপ্রিল সংগৃহীত অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে৷’’

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সর্বদলীয় বৈঠকে সিপিএমের তরফে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী উপস্থিত ছিলেন। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে হাতে হাত মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেছিলেন। মঙ্গলবার সেই প্রতিশ্রুতি রক্ষার প্রস্তাব টুইটে দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীকে জানালেন, বামপন্থী বিধায়করা করোনা সংক্রমণের এই জটিল পরিস্থিতিতে তাঁদের উন্নয়ন তহবিল থেকে ১০ লক্ষ টাকা করে দেবেন। শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চও এগিয়ে এসেছে এই করোনার বিরুদ্ধে। এভাবে সমবেত প্রচেষ্টার মাধ্যমেই নতুন সকাল দেখার স্বপ্ন দেখছে রাজ্যবাসী। এই মহাযজ্ঞে সামিল হতে পারেন আপনিও।

করোনা পরিস্থিতি রুখতে রাজ্যের ত্রাণ তহবিলে অনুদান সংক্রান্ত তথ্য:
Account Name- West Bengal State Emergency Relief Fund
A/c No: 628005501339
IFSC Code: ICIC0006280
MICR Code: 700229010

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *