DA, এরিয়ার ছাড়া কেন পে-কমিশনের সুপারিশ? রাজ্যপালের দরবারে শিক্ষক সেল

ডি. এ. এবং এরিয়ার ছাড়া পে কমিশনের সুপারিশ  অনুযায়ী সরকারি কর্মচারীদের মাইনে চালু করার প্রতিবাদও জানানো হয়েছে বিজেপি টিচার্স সেলের ডেপুটেশনে।

কলকাতা: রাজ্য শিক্ষা দপ্তরের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও দাবি-দাওয়া নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হল বিজেপি টিচার্স সেলে।  শিক্ষক নিয়োগে স্বচ্ছতা, শিক্ষকদের কেন্দ্রীয় হারে ডি.এ. এবং বেতন প্রদান সহ বেশ কয়েকটি দাবি নিয়ে বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করলেন দিপল বিশ্বাসের নেতৃত্বে বিজেপি টিচার্স সেলের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল। একটি ডেপুটেশনও জমা দিয়েছেন তাঁরা।

বিজেপি টিচার্স সেলের পক্ষ থেকে মূলত যে দাবি জানানো হয়েছে সেগুলি হল- . স্টার্ফ প্যাটার্ন নিয়ে ধোঁয়াশা দূর করতে হবে, শিক্ষকের সম্মতি ছাড়া পরিবর্তন করা যাবে না। . এসএসসি পরীক্ষায় প্রার্থী নিয়োগের ক্ষেত্রে সফল প্রার্থীদের যোগ্যতা নিয়ে ধোঁয়াশা দূর করে দ্রুত নিয়োগের মাধ্যমে লক্ষাধিক শূন্যপদ পূরণ করতে হবে। কাউন্সেলিং ও যোগ্যতা নির্ণয়ে স্থিতাবস্থা বজায় রাখার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে হবে। .শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বদলি নিয়ে অচলাবস্থা দূর করতে হবে এবং অবিলম্বে প্রাইমারি , মাধ্যমিক, বিশ্ববিদ্যালয় স্তরের সমস্ত শিক্ষকদের কেন্দ্রীয় হারে পে স্কেল সহ, ডিএ ও এরিয়ার দিতে হবে। .শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বদলি নিয়ে অচলাবস্থা দূর করতে হবে। . কেন্দ্রীয় স্কুলের হারে প্রিন্সিপাল স্কেল, সহপ্রধান শিক্ষকদের ভাইস প্রিন্সিপাল স্কেল দিতে হবে।

এছাড়া ডি. এ. এবং এরিয়ার ছাড়া পে কমিশনের সুপারিশ  অনুযায়ী সরকারি কর্মচারীদের মাইনে চালু করার প্রতিবাদও জানানো হয়েছে ডেপুটেশনে। রাজ্যপাল তাদের দাবি ও অভিযোগের বিষয়গুলি গুরুত্ব সহকারে দেখার পর এর যৌক্তিকতা সম্পর্কে সহমত পোষণ করছেন বলেই জানিয়েছেন বিজেপি টিচার্স সেলের রাজ্য কনভেনার দিপল বিশ্বাস।  সমস্যা সমাধানে আগামী দিনে রাজ্যপাল সক্রিয় ভূমিকা গ্রহণ করবেন বলেই আশা প্রকাশ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + eleven =