কলকাতা: ব্যাঙ্ক সংযুক্তির কারণে মানুষের হয়রানির ছবিটা সম্প্রতি চোখে পড়ার মতো স্পষ্ট হয়ে উঠছে। এক ব্যাঙ্কের সঙ্গে আরেক ব্যাঙ্ক মিশে যাওয়ায় নানা ক্ষেত্রে পদে পদে বিভ্রান্তির মুখোমুখি হচ্ছেন গ্রাহকরা। আইএফএসসি কোড হোক কিংবা অ্যাকাউন্টের লেনদেন, কোন ক্ষেত্রে যে কোন ব্যাঙ্কের তথ্য কাজে লাগবে সেটাই এখন সংযুক্ত ব্যাঙ্ক গুলির অ্যাকাউন্ট হোল্ডারদের মূল মাথাব্যথার কারণ। একই সমস্যায় ভুক্তভোগী হচ্ছেন শিক্ষক শিক্ষিকারাও।
সম্প্রতি সংযুক্ত হয়েছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (UBI) এবং পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক (PNB)। এই সমস্ত ব্যাঙ্কে যাঁরা অ্যাকাউন্ট তৈরি করেছিলেন, ব্যাঙ্ক সংযুক্তির কারণে চূড়ান্ত সমস্যায় পড়েছেন তাঁরা। বিশেষত শিক্ষক শিক্ষিকাদের সমস্যা এক্ষেত্রে আরো বেশি করে সামনে আসছে। যে প্রক্রিয়ায় তাঁরা বেতন পান, তাতে দুই ব্যাঙ্কের তথ্যাদি নিয়ে বিভ্রান্তি অত্যন্ত স্বাভাবিক। জানা গেছে, বেতনের জন্য আইওএমএস (IOMS) পোর্টালে ইউবিআই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর নথিভুক্ত করা রয়েছে। নতুন অ্যাকাউন্টের জন্য তথ্যাদি সংগ্রহের কথা বলা হলেও একাধিক জেলায় এখনও সেই কাজ শুরু হয়নি বলেই উঠেছে অভিযোগ। ফলে বেতন প্রাপ্তি নিয়ে উদ্বেগ বাড়ছে শিক্ষা মহলে।
ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে চলতি মাসের শেষে অর্থাৎ আগামী ৩১ মার্চের মধ্যেই সম্পূর্ণ হবে ইউবিআই ও পিএনবি ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রক্রিয়া। এখনও পর্যন্ত নতুন অ্যাকাউন্টের তথ্যাদি সংগ্রহের কাজ শুরু না হওয়ায় শিক্ষা মহলের একাংশের আশঙ্কা, আগামী এপ্রিল মাসের বেতন পেতে তাঁদের সমস্যা হতে পারে। এমতাবস্থায় এই বিষয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করছেন কেউ কেউ।
এ প্রসঙ্গে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির দক্ষিণ ২৪ পরগণার জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন, “রাজ্যস্তরে একটি নির্দেশ আসা প্রয়োজন। কারণ, ডিআই অফিস থেকে বলা হচ্ছে এ ব্যাপারে করণীয় কী তা জানতে চেয়ে স্কুলশিক্ষা কমিশনারেটে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনও তার উত্তর আসেনি।” বিষয়টি নিয়ে ঢিলেমি দেওয়ার অভিযোগও উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে।