কলকাতা: রাজ্য জুড়ে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। তবুও অনেক ভোট কর্মীই এখনও তাদের পোস্টার ব্যালেট পাননি। দুই দফার ভোট মিটে যাওয়ার পরেও অসংখ্য ভোট কর্মীর পোস্টাল ব্যালট এখনও অধরা। প্রত্যেক ভোট কর্মী যাতে পোস্টাল ব্যালট পায় সেই দাবি নিয়ে নির্বাচন কমিশনের দফতরে অভিযোগ জানাল শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। তাদের দাবি, অবিলম্বে সমস্ত ভোট কর্মী যাতে পোস্টাল ব্যালট পায় তা নিশ্চিত করতে হবে কমিশনকে।
ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন, “রাজ্য বিধানসভা নির্বাচনের দুই দফার ভোট সম্পন্ন হয়ে গিয়েছে। আমাদের কাছে বহু অভিযোগ আসছে অসংখ্য ভোট কর্মী এখনও পর্যন্ত তাদের পোস্টাল ব্যালট পাননি। আমরা ভোটগ্রহণ করার জন্য যাচ্ছি অথচ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছি না।” কিংকরবাবুর দাবি, “অতীতেও বহু নির্বাচনে এরকম উদাহরণ আছে যেখানে ভোট কর্মীরা শেষ পর্যন্ত পোস্টাল ব্যালট না পাওয়ায় ভোট কর্মীরা নিজেদের ভোট দিতে পারেননি। আমি নিজেও এই পরিস্থিতির শিকার। আমি নিজে ভোট কর্মী হিসেবে দায়িত্ব পালন করতে এসেছি। এখন শুনছি ভোটগ্রহণের দিন আমার নিজের বাসস্থানের ভোটকেন্দ্রে নির্বাচক তালিকায় আমার নামের পাশে পোস্টাল ব্যালট ইস্যুর কোনও চিহ্ন ছিল না।”
শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক আরও জানিয়েছেন, “সমস্ত ভোট কর্মী যাতে তাদের পোস্টাল ব্যালট পান তা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। আর কোনোভাবেই বুথ ভিত্তিক পোস্টাল ব্যালটে ভোট গণনা করা চলবে না। ভোট কর্মীদের সেই ভোট যেন বিধানসভা ভিত্তিক একসাথে মিশিয়ে গণনা করা হয়। আমরা এই নিয়েই নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি জানিয়েছি।”