বিয়েতে অনেক গয়না পেয়েছেন? সোনায় কর দিতে হবে নাতো? কী বলছে আয়কর আইন

বিয়েতে অনেক গয়না পেয়েছেন? সোনায় কর দিতে হবে নাতো? কী বলছে আয়কর আইন

3 stocks recomended

tax

কলকাতা: আত্মীয় স্বজন-বন্ধুবান্ধবদের বিয়ে হোক কিংবা ছোটদের মুখেভাত-জন্মদিন, অনেকেই এই ধরনের অনুষ্ঠানে সোনা উপহার দিয়ে থাকেন৷ দামি উপহার পেয়ে খুশি হন প্রাপকরাও৷ উপহার তো ঘরে এল, কিন্তু এর পর? উপহারে পাওয়া সোনার উপরেও কি সরকারকে কর দিতে হবে? কী বলছে আমাদের দেশের আয়কর আইন? 

উপহারের উপর কর নির্ধারণের বিষয়টি কিন্তু বেশ জটিল৷ অনেকগুলি জিনিসের উপর এই কর নির্ধারণ করা হয়৷ মূলত, উপহার সামগ্রীর মূল্য বিচার করে তার উপর ট্যাক্স নির্ধারণ করা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে মেলে ছাড়। নিয়ম বলছে, আত্মীয়দের থেকে প্রাপ্ত উপহারে কোনও  কর দিতে হয় না। কিন্তু, বন্ধু-বান্ধব বা পরিচিতর থেকে প্রাপ্ত উপহারের ক্ষেত্রে কর দিতেও হতে পারে৷ 

আয়কর আইন মোতাবেক, মা-বাবা, স্ত্রী, সন্তান, ভাই-বোন, জামাই- পুত্রবধূ, নাতি-নাতনি, দাদু-দিদা বা ঠাকুমা-ঠাকুরদার কাছে থেকে যে উপহার পাওয়া যায়, সেটাই হল আত্মীয়র থেকে প্রাপ্ত উপহার৷  তাঁরার কাছ থেকে পাওয়া সোনার উপর কোনও কর চাপে না৷ বিয়েতে নবদম্পতি যদি অনেক বেশি স্বর্ণালঙ্কার উপহার পান, তাহলে তার উপর কোনও ট্যাক্স দিতে হয় না৷ একই ধরনের নিয়ম প্রযোজ্য উপহারে পাওয়া বন্ড বা বিমার ক্ষেত্রেও।

সোনা রাখার ক্ষেত্রে অবিবাহিত মেয়েরা ২৫০ গ্রাম ও বিবাহিত মহিলারা ৫০০ গ্রাম পর্যন্ত সোনা রখতে পারেন৷ এটা সম্পূর্ণ কর মুক্ত। পুরুষদের ক্ষেত্রে অবশ্য বিবাহিত বা অবিবাহিত বলে কোনও ভাগ নেই। ১০০ গ্রাম পর্যন্ত করমুক্ত সোনা রাখতে পারেন পুরুষেরা৷ এর উপরে গেলেই কর গুনতে হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 20 =