১ কিমি যেতে খরচ মাত্র ১০ পয়সা! দেশবাসীর জন্য দুরন্ত ই-বাইক আনল TATA

১ কিমি যেতে খরচ মাত্র ১০ পয়সা! দেশবাসীর জন্য দুরন্ত ই-বাইক আনল TATA

নয়াদিল্লি:  গাড়ি বা বাইক ছাড়া অনেকের জীবনই অচল৷ নানা কাজে বাইকে সওয়ার হয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেরাতে হয় কাজের মানুষদের৷ কেউ ছুটছে অফিসে, কেউ ব্যবসার কাজে, কেউ আবার হাটে বাজারে৷ এদিকে, পেট্রোলের দাম আকাশ ছোঁয়া৷ জ্যালানির ছ্যাঁকা সহ্য করেই বাইক ছোটাচ্ছেন বাইকওয়ালারা৷ তবে আর নয়৷ এবার আপানাদের জন্য দারুন উপহার নিয়ে এল টাটা৷ বৈদ্যুতিক বাইক লঞ্চ করে তাক লাগান রতন টাটার সংস্থা৷ যে বাইকে প্রতি কিলোমিটার যেতে আপনার খরচ হবে মাত্র ১০ পয়সা। হ্যাঁ, এমনটাই দাবি টাটা গোষ্ঠী সমর্থিত সংস্থা Stryder এর। 

সম্প্রতি বাজারে নতুন বৈদ্যুতিক বাইক লঞ্চ করেছে টাটা। যার নাম Stryder Zeeta। বিশ্ব উষ্ণায়ন এবং পরিবেশ দূষণের কথা মাথায় রেখে বিজ্ঞানীরা বারবারই বৈদ্যুতিক বাইকের কথা বলে আসছেন৷ এ ক্ষেত্রে মানুষের হাতে যাতে বিকল্পের অভাব না থাকে তার জন্য একগুচ্ছ বিদ্যুৎ চালিত বাইক লঞ্চও করা হয়েছে ভারতে। তার মধ্যে অন্যতম টাটা গোষ্ঠীর Stryder Zeeta। এই বাইকে কী কী বৈশিষ্ট্য রয়েছে এবং কত দাম জেনে নেওয়া যাক।

প্রথমেই আসা যাক মোটরের কথায়৷ এই বাইকে রয়েছে 36 V 250 W BLDC হাব মোটর। সংস্থার দাবি, রাস্তা মসৃণ হোক বা এবড়ো খেবড়ো, স্মুথ রাইডিং দিতে সক্ষম এই বাইক। মাত্র ৩ ঘণ্টায় বাইকটি ফুল চার্জ হয়ে যায়৷ ১০০ শতাংশ চার্জ থাকলে এটি ৪০ কিমি পর্যন্ত যেতে পারে৷ সংস্থার দাবি, এই বাইকে চড়ে ১ কিলোমিটার পথ যেতে চালকের খরচ হবে মাত্র ১০ পয়সা। মানে ১ টাকাতে পেরনো যাবে দশ কিলোমিটার পথ।

স্টাইলিশ ডিজাইনের এই বাইক হল জিরো-এমিশন। ই-বাইকের সর্বোচ্চ গতি ২৫ কিমি প্রতি ঘণ্টা। অনেকেই আছেন যাঁরা শরীর স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত সাইক্লিং করতে ভালোবাসেন। অনেকে আবার প্রয়োজনে বেরিয়ে পড়েন সাইকেল নিয়ে। তাদের কাছে এটি হয়ে উঠতে পারে দারুণ কার্যকরী৷ আজকের প্রজন্মের তরুণ-তরুণীরাও কিন্তু এই ইলেকট্রিক বাইক স্বাচ্ছন্দ্যে বেছে নিতে পারেন।

বাইকের অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে অটো-কাট ব্রেক। দু’ চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক। যা ভেজা রাস্তায় চাকা গড়ানো থেকে রুখতেবে। এই বৈদ্যুতিক বাইকটি তৈরি হয়েছে স্টিল ফ্রেম দিয়ে।

Tata Stryder এর অনেকগুলি বৈদ্যুতিক বাইক বাজারে  রয়েছে৷ যেমন Voltic 1.7, ETB 100 এবং Voltic Go। দেশজুড়ে এই সংস্থার চার রিটেল স্টোর রয়েছে। তবে আজকে আলোচনার কেন্দ্রে যে বাইক, অর্থাৎ Zeeta Plus এর দাম ২৬,৯৯৫ টাকা। গ্রিন এবং গ্রে এই দুই রংয়েই মিলবে এই ইলেকট্রিক বাইক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *