করোনায় বেসামাল TATA, কর্মীদের বেতন কাটার সিদ্ধান্ত টাটা গোষ্ঠীর

করোনা পরিস্থিতিতে অনিশ্চয়তা তৈরি করেছে কর্মীদের মনে। চাকরি হারানোর ভয় থেকে শুরু করে বেতন কাটার মতো ঘটনারও শিকার হচ্ছেন তাঁরা। এবার কর্মীদের বেতন কাটার সিদ্ধান্ত টাটা গ্রুপ কোম্পানিজের অন্তর্ভুক্ত টাটা সন্স ও অন্যান্য সংস্থার। সংবাদসূত্র সিএনবিসি টিভি এইটিনের তরফে এমনটাই জানানো হয়েছে। তবে তৃণমূল স্তরের কর্মীদের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে না বলেই প্রাথমিকভাবে জানা গেছে। ভাইস প্রেসিডেন্ট এবং সমতুল্য পদের ক্ষেত্রেই এই বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

 

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে অনিশ্চয়তা তৈরি করেছে কর্মীদের মনে। চাকরি হারানোর ভয় থেকে শুরু করে বেতন কাটার মতো ঘটনারও শিকার হচ্ছেন তাঁরা। এবার কর্মীদের বেতন কাটার সিদ্ধান্ত টাটা গ্রুপ কোম্পানিজের অন্তর্ভুক্ত টাটা সন্স ও অন্যান্য সংস্থার। সংবাদসূত্র সিএনবিসি টিভি এইটিনের তরফে এমনটাই জানানো হয়েছে। তবে তৃণমূল স্তরের কর্মীদের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে না বলেই প্রাথমিকভাবে জানা গেছে। ভাইস প্রেসিডেন্ট এবং সমতুল্য পদের ক্ষেত্রেই এই বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

কর্মীদের বেতনে কোপ টাটা সন্স ছাড়াও টাটা গ্রুপ কোম্পানিজের অন্তর্গত অন্যান্য শাখায়ও। সূত্রের খবর ১৫-২০ শতাংশ বেতন কাটা হবে কর্মীদের। করোনা পরিস্থিতির জন্য লকডাউনের জেরে কাজের ক্ষেত্রে ডামাডোল তৈরি হয়েছিল। যা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। কাজের নিরিখে পাওয়া বেতনের কোনও অংশই কাটা হবে না বলে জানা গেছে। তার পরিবর্তে বেস স্যালারি থেকেই কাটা হবে। সূত্রের খবর, টিসিএস-এর ক্ষেত্রে ১৫ থেকে ২০ শতাংশ বেতন কাটবে সংস্থাটি। টাটা কেমিক্যালস, টাটা গ্লোবাল বেভারেজস ও আইএইচসিএল এক্ষেত্রে ২০ শতাংশ বেতন কাটবে বলে জানিয়েছে। অন্যদিকে টাটা স্টিল, টাটা মোটরস প্রায় ২৫ শতাংশ বেতন কাটতে পরে সংবাদসূত্রে জানা গেছে। এছাড়াও টাটা পাওয়ারের ক্ষেত্রে বেতন কাটার পরিমাণ ১৫ থেকে ২৫ শতাংশের মধ্যে থাকবে। যদিও এই বিষয়ে টাটা সন্সের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

তবে কোভিড পরিস্থিতির মধ্যে টাটা গ্রুপ কোম্পানিজের বেতন কাটার বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়েছে। সংস্থার এই সিদ্ধান্তকে কেউ কেউ অমানবিক বলে ব্যাখ্যা করেছেন। অন্যদিকে তৃণমূল স্তরের কর্মীদের বেতন কাটা হবে না বলে টাটার ওই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − twelve =