‘যতদিন রাজনীতি করব, মোদী পরিবারেই থাকব’, পদ্মের পতাকা হাতে নিয়ে ঘোষণা তাপসের

‘যতদিন রাজনীতি করব, মোদী পরিবারেই থাকব’, পদ্মের পতাকা হাতে নিয়ে ঘোষণা তাপসের

কলকাতা: জল্পনায় সিলমোহর৷ বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়। সল্টলেক সেক্টর ফাইভে বিজেপি’র দফতরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করলেন তিনি। হাতে তুলে নিলেন গেরুয়া পতাকা৷ সেই সময় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাপসের গলায় উত্তরীয় পরিয়ে তাঁকে দলে বরণ করে নেনে তাঁরা৷

তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ নিয়েই দল ছাড়েন বরাহনগরের প্রাক্তন বিধায়ক৷ বুধবার বিকেলে যোগ দেন বিজেপি’তে৷ এর পরই তাপস জানান, তিনি কোনও দিন বিজেপি ছাড়বেন না। তাঁর কথায়, ‘‘আমি আজ থেকে বৃহত্তম মোদী পরিবারের সদস্য হলাম। যত দিন রাজনীতি করব, এই পরিবারের সদস্য হিসাবেই আমার দায়িত্ব পালন করে যাব। বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি চলছে, তা মেটানোর চেষ্টা করব। দলের প্রতি আমি ১০০ শতাংশ সৎ থাকব।’’

এদিকে এখনও পর্যন্ত তাপসের ইস্তফাপত্র গ্রহণ করেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানিয়েছেন, তাপসের ইস্তফায় পদ্ধতিগত ত্রুটি রয়েছে। তাই তাঁকে নতুন করে ইস্তফাপত্র দিতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 13 =