হঠাৎ অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী তনুজা, রাখা হয়েছে আইসিইউ-তে

হঠাৎ অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী তনুজা, রাখা হয়েছে আইসিইউ-তে

tanuja

মুম্বই: আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী তনুজা মুখোপাধ্যায়। মুম্বইয়ে জুহুর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে৷ সূত্রের খবর, বার্ধক্যজনিত সমস্যা নিয়েই রবিবার রাতে হাসাপাতালে ভর্তি হন বলিউডের প্রবীণ এই অভিনেত্রী। তাঁর জন্য বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে৷ জানা গিয়েছে, চিকিৎসায় সাড়াও দিচ্ছেন অভিনেত্রী কাজলের মা তনুজা। এদিকে, মায়ের অসুস্থতার খবর পেয়েই ছুটে আসেন কন্যা কাজল ও তাঁর পরিবারের সদস্যরা। এদিন তনুডার কাছেই ছিলেন তাঁর ছোট মেয়ে তানিশা৷ আপাতত অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই জানা গিয়েছে।

বছর ৮০-র এই অভিনেত্রীর পুরো নাম তনুজা সমর্থ। পরিচালক কুমারসেন সমর্থ এবং অভিনেত্রী শোভনা সমর্থের মেয়ে তনুজা ১৯৭৩ সালে গাঁটছড়া বাঁধেন পরিচালক সমু মুখোপাধ্যায়ের সঙ্গে৷ তাঁদের দুই কন্যা হলেন কাজল এবং তানিশা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 5 =