জ্বালানি-প্রতিবাদ! সাইকেল চেপে ভোটগ্রহণ কেন্দ্রে দক্ষিণী সুপারস্টার বিজয়

জ্বালানি-প্রতিবাদ! সাইকেল চেপে ভোটগ্রহণ কেন্দ্রে দক্ষিণী সুপারস্টার বিজয়

b7c9447574cacaeb828b7d257d595a57

 

চেন্নাই: বর্ধিত পেট্রোল ডিজেলের দামের বিরোধিতা এবার ভোটেও! ক্রমবর্ধমান জ্বালানির দামের বিরোধিতা করেই মঙ্গলবার তামিলনাড়ুতে অভিনব প্রতিবাদ করলেন দক্ষিণী সুপারস্টার বিজয়৷ এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল।

পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতেও চলছে বিধানসভা নির্বাচন। যদিও বঙ্গে তৃতীয় দফা হলেও তামিলনাড়ুতে এক দফাতেই ভোট৷ বাংলার মতো তামিল রাজ্যেও ভারতীয় জনতা পার্টি বনাম স্থানীয় দলের প্রতিদ্বন্দ্বিতা চোখে পড়ার মতো। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের অনেকেই যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন, তেমনই দক্ষিণেও তারকাদের একটা বড় অংশ প্রকাশ্যে বিরোধিতা করছেন মোদির বিজেপির৷ ভোট বিশেষজ্ঞদের মতে, সেই বিদ্বেষেরই আঁচ পাওয়া গেল দক্ষিণী সুপারস্টার বিজয়ের সাইকেলে চড়ে ভোট দিতে আসায়৷

এদিন বিজয় ভোট দিতে আসেন চেন্নাইয়ের এক পোলিং বুথে। কিন্তু তারকাখচিত কড়া নিরাপত্তাবেষ্টনী নিয়ে কালো কাচের গাড়িতে তিনি আসেননি, সাধারণত যা দেখেই অভ্যস্ত আমজনতা। সবাইকে চমকে দিয়ে বিজয় ভোট দিতে আসেন সাইকেল চালিয়ে। পরণে হালকা নীল রঙের হাফ-শার্ট আর ঘন নীল জিনস, যেন পাশের বাড়ির ছেলে৷ মুখে ছিল সাদা মাস্ক। নায়কোচিত ব্যাপার বলতে কেবল তাঁকে ঘিরে রেখেছিল কড়া নিরাপত্তা। সাইকেল চালিয়ে তাঁকে আসতে দেখেই পথে ভিড় জমে যেতে শুরু করে। অনেকেই তাঁকে ছুঁতে চান। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত পুলিশকে লাঠি চার্জও করতে হয় বলে খবর।

এভাবে সাইকেল চালিয়ে ভোট দিতে আসাটা আদতে বিজয়ের রাজনৈতিক ধারণার প্রতিফলন বলেই মনে করছেন ভোট বিশ্লেষকরা। এই তারকা কখনই নিজের রাজনৈতিক বক্তব্য লুকিয়ে রাখার প্রয়োজন বোধ করেননি। সবাই তাঁকে বামপন্থী হিসেবেই চেনেন। এর আগে বিজয় বিজেপি সরকারের রোষের মুখেও পড়েছে। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও অপরাধমূলক প্রমাণ সংগ্রহ করা যায়নি। অনুরাগীদের মতে, সাইকেলে করে ভোট দিতে এসে সরকার পক্ষকে আবার অস্বস্তিতে ফেললেন এই দক্ষিণী সুপারস্টার। এটি আদতে তাঁর জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *