ক্ষমতা দখল করেই ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ করল তালিবান

ক্ষমতা দখল করেই ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ করল তালিবান

কাবুল: তালিবান ক্ষমতায় আসতেই বদলে গেল ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক৷ স্বমূর্তি ধারন করে ভারতের সঙ্গে সমস্ত রকম আমদানি-রফতানি বন্ধের ফতোয়া জারি করল তালিবান৷ 

আরও পড়ুন- ‘মার্কিন ইতিহাসে সবচেয়ে বিব্রতকর পরিস্থিত’, আফগানিস্তানে বাইডেনের পদক্ষেপে কটাক্ষ ট্রাম্পের

রবিবার কাবুল দখল করার পরেই সমস্ত আমদানি-রফতানি বন্ধ করে দেয় তারা৷ ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন (এফআইইও) –এর ডিরেক্টর জেনারেল ড. অজয় সহাই জানান, পাকিস্তানের মধ্য দিয়ে সমস্ত ট্রানজিট রুটে পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে তালিবান। মূলত আফগানিস্তানে ওষুধপত্র, চিনি, চা, মশলা ও বস্ত্র রফতানি করত ভারত৷ আমদানি করা হত শুকনো ফল৷ কিন্তু পাকিস্তান দিয়ে আর পণ্য আমদানি রফতানি করা যাচ্ছে না৷ তবে দুবাই ও উত্তর-দক্ষিণ করিডর দিয়ে এখনও পণ্য পরিবহনে সমস্যা তৈরি হয়নি বলেই জানিয়েছেন সহাই৷ 

প্রসঙ্গত, ভারতের সঙ্গে আফগানিস্তানের বাণিজ্যিক সম্পর্ক বহু পুরনো৷ শেষ ২০ বছর সে দেশে প্রচুর অর্থও বিনিয়োগ করেছে ভারত৷ রাস্তা ঘাট এবং পরিবহণ ব্যবস্থা তো বটেই, চাবাহার বন্দর ও আফগানিস্তানের সংসদ ভবনও তৈরি করতে আর্থিক মদত জুগিয়েছিল ভারত৷ বর্তমানে প্রায় ৪০০টি প্রকল্পের কাজ চলছিল আফগানিস্তানে৷ ভারতের কাছে রফতানির বড় বাজার ছিল আফগানিস্তান৷ ২০২১ সালে সে দেশে ভারতের রফতানির পরিমাণ ছিল ৮৩৫ মিলিয়ন ডলার৷ আমদানি হয়েছে ৫১০ মিলিয়ন ডলার৷ 

আরও পড়ুন- Taliban-Northern Alliance: জনতার প্রতিরোধে বেসামাল তালিবান! কড়া প্রত্যাঘাত

সাহাই বলেন, সময়ের সঙ্গে সঙ্গে আফগানিস্তান ঠিকই বুঝতে পারবে যে অর্থনৈতিক উন্নয়নই এগিয়ে যাওয়ার একমাত্র পথ৷ কিন্তু তালিবান শাসনে কী ভাবে বাণিজ্যিক সম্পর্ক স্বভাবিক হবে সেটাই বড় প্রশ্ন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + two =