দুবাই: ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্ষমতার কাছে কি ফের মাথা নোয়াল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)? এই প্রশ্ন তুলছেন অনেকেই এবং প্রশ্নটা অমূলক নয়। বিশ্ব ক্রিকেটে অর্থের জোরে বিসিসিআই সবার ওপর কর্তৃত্ব করছে এমন অভিযোগ নতুন নয়। আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ সংক্রান্ত সিদ্ধান্ত সেই বিতর্ককেই ফের উসকে দিল।
আরও পড়ুন: এ বছর বাতিল ব্যালন ডো’র! অভূতপূর্ব সিদ্ধান্তে হতবাক ফুটবল দুনিয়া
এ বছরই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু অতিমারির জেরে তা স্থগিত রাখতে হয়। কবে তা আয়োজন করা যাবে সেই সিদ্ধান্ত নিতে গড়িমসি করছিল আইসিসি। এদিকে করোনার জেরে অনুষ্ঠিত হয়নি আইপিএলও। নভেম্বরে তা দুবাই অথবা শ্রীলঙ্কায় করা নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় বোর্ড। এদিকে একই সময় বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা ছিল আইসিসিরও। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার সঙ্গে ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থার এই নিয়ে দ্বন্দ্ব চলছিল বেশ কিছুদিন ধরেই। কিন্তু শেষে হার মানল আইসিসিই। সোমবার তাদের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল, আগামী বছর (২০২১) নভেম্বরে আয়োজিত হবে বিশ্বকাপ।
আরও পড়ুন: এই বোলারের ভয়ে রাতে ঘুম হত না রোহিত ‘হিটম্যান’ শর্মার
এর ফলে এ বছর নভেম্বরে আইপিএল আয়োজন করার সমস্ত রাস্তা পরিষ্কার হয়ে গেল বিসিসিআই-এর। আইপিএলকে অনেকেই মজা করে ভারতীয় ক্রিকেটের সোনার ডিম পাড়া রাজহাঁস বলে আখ্যা দেন। এই প্রতিযোগিতার মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করে বিসিসিআই। তাছাড়া দর্শকসংখ্যা, টিভি স্বত্ব, বিজ্ঞাপন এ সমস্ত ক্ষেত্রেও অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশের থেকে শত যোজন এগিয়ে ভারত। তাই বিসিসিআই-এর দাবি অগ্রাহ্য করতে চাইলেও সেই সাহস দেখাতে পারে না আইসিস, এমন অভিযোগ আগেই করেছে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দেশগুলি। টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএল আয়োজনের লড়াইতেই সেই বিসিসিআই-এরই জয় হল। বলা বাহুল্য, এ নিয়ে বিতর্ক ফের মাথাচাড়া দেবে।