অভিষেক আসার আগে সভাস্থলের কাছ থেকে উদ্ধার তলোয়ার-ছুরি, গেরুয়া গামছা, শোরগোল পুরুলিয়ায়

অভিষেক আসার আগে সভাস্থলের কাছ থেকে উদ্ধার তলোয়ার-ছুরি, গেরুয়া গামছা, শোরগোল পুরুলিয়ায়

কলকাতা: সোমবার পুরুলিয়ায় আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ প্রস্তুতি সারা৷ তার ঠিক আগে সোমবার রাতে সভাস্থলের কাছ থেকে উদ্ধার তলোয়ার, ছুরি এবং গেরুয়া গামছা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার বাঘমুণ্ডিতে। অভিষেকের সভার আগে এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে দাবি শাসক দলের। 

হাতে আর মাত্র ৫ দিন৷ এর পরেই রাজ্যে পঞ্চায়েত ভোট৷ শেষ মূহুর্তে প্রচারে ঝড় তুলেছে রাজনৈতিক দলগুলি। সোমবার বেলা ১ টায় বাঘমুণ্ডিতে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমস্ত আয়োজন সম্পন্ন। অভিষেকের সভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। কিন্তু এরই মধ্যে রবিবার গভীর রাতে বাঘমুণ্ডির সভাস্থলের কাছ থেকে উদ্ধার হল একটি তলোয়ার ও ছুরি৷ সঙ্গে গেরুয়া গামছা৷ এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে৷ এর পিছনে কে বা কারা রয়েছে, তা জানার চেষ্টা চলছে। পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ৷  

অস্ত্র উদ্ধারের পর বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো বলেন, ‘‘সাংসদের জনসভাস্থলের পাশে একটি ঝোপ রয়েছে৷ সেখান থেকেই একটি তরোয়াল ও গেরুয়া গামছায় মোরা ছুরি উদ্ধার হয়েছে। এতেই স্পষ্ট যে এটা বিজেপির কাজ। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। এভাবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে বানচাল করা যাবে না। জনসভায় ভিড় উপচে পড়বেই।’’

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =