দীর্ঘ সমুদ্র পথ পেরিয়ে বন্ধুর সঙ্গে দেখা করতে এল পেঙ্গুইন! সেদিন যে বাঁচিয়েছিল প্রাণ

দীর্ঘ সমুদ্র পথ পেরিয়ে বন্ধুর সঙ্গে দেখা করতে এল পেঙ্গুইন! সেদিন যে বাঁচিয়েছিল প্রাণ

 
ব্রাজিল: কথায় বলে মানুষের চেয়ে কুকুরকে বিশ্বাস করা শ্রেয়৷ কারণ কুকুর প্রভু ভক্ত প্রাণী৷ তবে সম্প্রতি একটি ঘটনা প্রমাণ করেছে শুধু কুকুর নয়, পেঙ্গুইনও প্রভু ভক্ত৷ মানুষ অন্যের অবদানের কথা ভুলে গেলেও, এই অবলা জীবটি কিন্তু ভোলেনি মানুষের দ্বারা তার উপকৃত হওয়ার কথা৷ আর তাই দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দিয়ে একটি পেঙ্গুইন দেখা করতে আসে তার এক সময়ের উপকারী বন্ধুর সঙ্গে৷ কারণ সেই উপকারী বৃদ্ধ এক সময় তার প্রাণ বাঁচিয়েছিলেন। এই ঘটনাটি ব্রাজিলের। শুধু এবছর নয়, তার প্রাণ দানকারী বন্ধুটির সঙ্গে প্রতিবছর একবার হলেও দেখা করতে  আসে পেঙ্গুইনটি। এভাবেই বছরের পর বছর ধরে চলছে পেঙ্গুইন আর তার বন্ধুর সম্পর্কের গাঁথা৷

সালটা ২০১১, প্রায় আট বছর আগের কথা৷ একটি পেঙ্গুইনের প্রাণ বাঁচিয়েছিলেন এই বৃদ্ধ। ব্রাজিলের একটি দ্বীপে বাস করতেন যোয়াও প্যারিইলা ডি সুজা নামে ৭১ বছরের এক বৃদ্ধ মৎস্যজীবী। একদিন তিনি পেঙ্গুইনের একটি ছোট্ট বাচ্চা দেখতে পান সমুদ্রে ভাসমান তেলে আটকে গিয়েছে। তিনি সেদিন শুধু তাকে উদ্ধারই করেননি, পেঙ্গুইনটিকে পরিষ্কার করে তাঁর সেবা যত্নের মাধ্যমে সুস্থ করে তোলেন এবং আদর করে তার নাম দেন ডিনডিম। কিছুদিন পর যখন ডিনডিম সুস্থ হয়ে যায়, তখন বৃদ্ধ তাকে আবার  সমুদ্রে ছেড়ে দেন। যদিও ডিনডিম কোনওভাবেই যেতে রাজি ছিল না।

১১ মাস থাকার পর একসঙ্গে থাকলে একটা সম্পর্ক তৈরি হয়েই যায়৷ সে মানুষই হোক বা পশু-পাখি৷ বৃদ্ধের সঙ্গেও তার একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু বৃদ্ধ চাইছিলেন সে ফিরে যাক তাঁর নিজের ঠিকানায়। সেইমতো বৃদ্ধ মৎস্যজীবী পেঙ্গুইনটিকে সমুদ্রে ছেড়ে দেন৷ কিন্তু কয়েক মাস পরই আচমকা ডিনডিম এসে হাজির হয় সেই বৃদ্ধের কাছে। প্রতি বছরই একবার ডিনডিম আসে। তবে পেঙ্গুইন তার বন্ধুর সঙ্গে দেখা করার পর কোথায় ফিরে যায় তা কেউ জানেন না। তবে অনুমান করা হচ্ছে, আর্জেন্টিনা এবং চিলির আশেপাশে কোনও এলাকায় সে চলে যায় এবং প্রজননকালীন সময় পেরিয়ে গেলে ফের একবার ফিরে আসে বৃদ্ধের কাছে। দেখা করে কৃতজ্ঞতা প্রকাশ করে চলে যায় তার নিজের আস্তানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =