IPO-র আগে নাম বদলে সুইগি নামছে বাজারে, আপডেট জানুন

IPO-র আগে নাম বদলে সুইগি নামছে বাজারে, আপডেট জানুন

3 stocks recomended

swiggy ipo

মুম্বই:  ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম সুইগি খুব শীঘ্রই তাদের আইপিও(IPO) লঞ্চ করতে চলেছে। ইকোনমিক টাইমসের রিপোর্ট বলছে সুইগি প্রাইভেট লিমিটেড এখন সুইগি লিমিটেডে পরিণত হয়েছে। এই পরিবর্তন থেকে বোঝা যাচ্ছে, এখন সুইগি একটি পাবলিকলি ট্রেড কোম্পানিতে পরিণত হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। সুইগি খুব শীঘ্রই সেবি-তে তার আইপিও সম্পর্কিত নথি জমা দিতে পারে। এই বছরের শেষ নাগাদ কোম্পানিটি তাদের আইপিও বাজারে আনতে পারে বলে মনে করা হচ্ছে। কত হতে পারে সুইগির আইপিওর মূল্য? 

রেজিস্ট্রার অব কোম্পানিজকে দেওয়া একটি নথির মাধ্যমে নাম পরিবর্তনের বিষয়টি জানা গেছে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ফুড ডেলিভারি এবং কুইক কমার্স প্ল্যাটফর্ম সুইগি আইপিওর মাধ্যমে কোম্পানিকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চায়। কোম্পানি ক্রমাগত তার পরিষেবার পরিধিও প্রসারিত করছে। তথ্য বলছে, সুইগি প্রায় ১ বিলিয়ন ডলারের (৮০০০ কোটি টাকা) একটি আইপিও আনবে। সুইগি ছাড়াও এই বছর অনেক নতুন কোম্পানি বাজারে আসবে। এর মধ্যে ওলা ইলেকট্রিক, ফার্স্ট ক্রাই, অফিস এবং হোনাসা কনজিউমারও ড্রাফ্ট পেপার দাখিল করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 12 =