তীব্র গরমে উষ্ণতা বাড়ালেন স্বস্তিকা! সুইমিংপুলে নীল সুইমিংস্যুটে লাস্যময়ী অভিনেত্রী

তীব্র গরমে উষ্ণতা বাড়ালেন স্বস্তিকা! সুইমিংপুলে নীল সুইমিংস্যুটে লাস্যময়ী অভিনেত্রী

প্রবল গরমে পুড়ছে বাংলা। আর এই গরমের তাপমাত্রা  আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। আগুন ধরানো শরীরী লাস্যে ধরা দিলেন নেট পাড়ায়। পরনে নীল সুইমস্যুট। উঁকি দিচ্ছে ক্লিভেজ। ভিজে শরীর। উপচে পড়ছে যৌবন। টলিপাড়ায় বোল্ড এন্ড বিউটিফুল অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে শুধু টলি পাড়াতেই নয় অভিনেত্রীর যাতায়াত এখন বলিপাড়াতেও। আর এই ব্যস্ত কর্মজীবন থেকে খানিকটা ফুরসত পেতেই ঝাপ দিয়েছেন সুইমিংপুলে। নানান পোজ দিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন ইনস্টা পাড়ায়।

ভিডিও সেয়ার হতেই কমেন্ট বক্সে উপচে পড়েছে মন্তব্যের বারিধারা। অনেকেই অভিনেত্রীর এই রূপের প্রশংসা করেছেন। তবে কটু কথা যে ধেয়ে আসেনি তেমনটা কিন্তু নয়। অনেকেই অভিনেত্রীর উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন কটাক্ষ। একজন লিখেছেন, ‘ম্যাম আপনার বয়স হয়ে গেছে।’ 

তবে অভিনেত্রী যে ঠোঁট কাটা স্বভাবের তা সকলেরই জানা। নিন্দুকরা শত কটূকথা বললেও, ‘কেয়ার নট অ্যাটিটিউটই’ রাখতেই পছন্দ করেন তিনি। মাঝে মাঝে আবার নিন্দুকদের করা মন্তব্যের সপাট জবাবও দিয়ে দেন অভিনেত্রী। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। সকলের সামনেই তাঁকে পাল্টা জবাব দিলেন স্বস্তিকা। লিখেছেন, ‘সেটা না হয়ে আর অন্য কিছু কী হবে!’
 

নো মেকাপ লুকের স্বস্তিকার এই পোস্টে ৩০ হাজারেরও বেশি লাইক পড়েছে। ৪০ পেরোলেও অভিনেত্রীকে দেখে তা কোনওভাবেই বোঝার উপায় নেই। তিনি যে চুটকিতেই সবার থেকে লাইমলাইট ছিনিয়ে নিতে পারেন। আর সেই কথা আরও একবার বুঝিয়ে দিলেন তিনি। এক কথায় স্বস্তিকা মুখোপাধ্যায়ের সৌন্দর্য দেখেই পাগল তাঁর অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + ten =