‘রূপান্তরিত’ সতীর্থের কাছে পদক হেরেছি, নন্দিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বাংলার স্বপ্নার

‘রূপান্তরিত’ সতীর্থের কাছে পদক হেরেছি, নন্দিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বাংলার স্বপ্নার

swapna

কলকাতা: চলতি এশিয়ান গেমসে হেপ্টাথেলন ইভেন্টে মাত্র ৪ পয়েন্টের জন্য পদক হাতছাড়া হয়েছে স্বপ্না বর্মণের৷ জাকার্তায় সোনা জিতলেও চিনের হ্যাংঝৌতে হেপ্টাথলনে খালি হাতে ফিরতে হয়েছে জলপাইগুড়ির খেলোয়াড় স্বপ্না বর্মনকে৷ পদক হাতছাড়া হতেই সতীর্থ খেলোয়াড় নন্দিনী আগাসারার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বঙ্গতনয়া৷ ব্রোঞ্জজয়ী সতীর্থের বিরুদ্ধেই নিয়মভঙ্গের অভিযোগ আনলেন স্বপ্না৷ তাঁর অভিযোগ, নন্দিনী আগাসারা একজন রূপান্তরকামী মহিলা খেলোয়াড়। তাই এই পদকের উপর তাঁর কোনও অধিকার নেই। যদিও তিনি স্পষ্ট করে নন্দিনীর নাম উল্লেখ করেননি।

২০২৩ সালের এশিয়ান গেমসে হেপ্টাথলনে ব্রোঞ্জ জিতেছেন ভারতেরই প্রতিযোগী নন্দিনী আগাসারা। তাঁর বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ এনেছেন স্বপ্না৷ সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘‘আমি এক জন রূপান্তরিত মহিলার কাছে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক হেরেছি। অ্যাথলেটিক্সের নিয়ম ভাঙা হয়েছে। আমি আমার পদক দাবি করছি। দয়া করে সবাই আমাকে সমর্থন জানান।’’

স্বপ্নার এই অভিযোগ কতটা সত্যি তা এখনও স্পষ্ট নয়৷ কারণ, এ বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। এর আগে কেউ তাঁর বিরুদ্ধে কেউ এমন অভিযোগও করেনি। কোনও সংবাদ মাধ্যমেও তাঁর লিঙ্গপরিচয় নিয়ে কোনও রকন প্রতিবেদন প্রকাশিত হয়নি। স্বপ্নার অভিযোগের পর এখনও পর্যন্ত নন্দিনী বা ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থার তরফেও কোনও মন্তব্য করা হয়নি৷ 

এদিকে, স্বপ্নার অভিযোগ করার পর দু’রকমের প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভারতীয় সমর্থকদের মধ্যে। কেউ কেউ বলছেন, তাঁরা স্বপ্নার পাশে থাকবেন। অনেকে আবার বলছেন, তাঁর বক্তব্যের প্রমাণ কী? তাঁদের দাবি, কোনও প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে এত বড় অভিযোগ করা যায় না। কারও আবার অভিমত, এক জন ভারতীয় হয়ে ভারতীয় অ্যাথলিটের বিরুদ্ধেই অভিযোগ করে ঠিক করেননি স্বপ্না। কারণ পদক তো ভারতেই এসেছে। এই অভিযোগ ভারতীয় অ্যাথলিটদের ব্যক্তিগত সম্পর্ক প্রকাশ্যে নিয়ে আসছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =