‘INDIA জোট ক্ষমতায় এলেই গ্রেফতার হবেন শুভেন্দু’, ইডি দফতর থেকে বেরিয়েই হুঁশিয়ারি অভিষেকের

‘INDIA জোট ক্ষমতায় এলেই গ্রেফতার হবেন শুভেন্দু’, ইডি দফতর থেকে বেরিয়েই হুঁশিয়ারি অভিষেকের

suvendu

কলকাতা: বছর ঘুরলেই লোকসভা ভোট৷ কেন্দ্র থেকে বিজেপি সরকারকে উৎখাত করতে মরিয়া বিরোধী জোট৷ ‘ইন্ডিয়া’ ক্ষমতায় এলেই গ্রেফতার হবেন শুভেন্দু অধিকারী৷ ইডি দফতর থেকে বেরিয়েই হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নারদা কাণ্ড-সহ একাধিক ইস্যুতে রাজ্যের বিরোধী দলনেতার এদিন নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর সাফ হুঁশিয়ারি, ইন্ডিয়া সরকার ক্ষমতায় এলেই গ্রেফতার হবেন শুভেন্দু। এদিন অভিষেক বলেন, বিজেপি সরকার আর ক্ষমতায় থাকবে না। কিন্তু এই ইডি, সিবিআই আর ভারতের সংবিধান থাকবে।

বুধবার প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সিজিও কমপ্লেক্স চত্বরে দাঁড়িয়েই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেই সময়ই নারদা কাণ্ডে সিবিআই-এর তৎপরতা নিয়ে প্রশ্ন করা হলে অভিষেককে বলেন, ‘‘শুভেন্দুকে টিভি ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছে। অথচ কোনও বিচারপতি ওঁকে ডেকে পাঠানোর কথা বলেননি। আমি বলব, যাঁরা নারদায় অভিযুক্ত তাঁদের সবাইকে গ্রেফতার করুন। শুরুটা হোক শুভেন্দুকে দিয়ে। আমি বলে দিচ্ছি, এনডিএ সরকার আর থাকবে না৷ ‘ইন্ডিয়া’ ক্ষমতায় আসবে। তখন গ্রেফতার হবেন শুভেন্দু।’’ 

দলবদল করে শুভেন্দু তদন্ত এড়াচ্ছেন বলেও তোপ দাগেন তৃণমূল সাংসদ। অভিষেকের অভিযোগ, বিজেপিতে যারা গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁদের বিরুদ্ধে কোনও তদন্ত করছে৷ রাজনৈতিকভাবে তদন্তকে প্রভাবিত করা হচ্ছে৷ কিন্তু কেন্দ্রের সরকার বদল হলেই অভিযুক্তরা গ্রেফতার হবে বলে হুঁশিয়ারি তাঁর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − ten =