‘ডিপফেক’ হতে পারে সন্দেশখালির স্টিং ভিডিয়ো: দাবি, শুভেন্দুর, ভয় পেয়েছে, পাল্টা শান্তনু

‘ডিপফেক’ হতে পারে সন্দেশখালির স্টিং ভিডিয়ো: দাবি, শুভেন্দুর, ভয় পেয়েছে, পাল্টা শান্তনু

imagesmissing

 কলকাতা: সন্দেশখালির ‘স্টিং’ অপারেশন নিয়ে উত্তাল রাজ্য৷ যখানে বিজেপি’র মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যায়, সন্দেশখালিতে কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি৷  তাঁর দাবি, গত ফেব্রুয়ারি-মার্চ মাসে সন্দেশখালিতে যে ধর্ষণের অভিযোগগুলি উঠেছিল, তা সবটাই ‘সাজানো’৷ অর্থ এবং মোবাইল দিয়ে তাঁদের ব্রেন ওয়াশ করা হয়েছিল৷ এর বিনিময়ে শাহজাহান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণের ‘মিথ্যা’ অভিযোগ করেছিলেন মহিলারা৷ এবং গোটা বিষয়টা ছিল শুভেন্দু অধিকারীর পরিকল্পনা৷  

এই ভিডিয়োকে হাতিয়ার করে ময়দানে নেমেছে তৃণমূল৷ পাল্টা শুভেন্দুর দাবি, কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে। আধ ঘণ্টারও বেশি দীর্ঘ ওই ভিডিয়োটি ডিপফেক প্রযুক্তিতে তৈরি হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা৷ তাঁর দাবি, ‘‘কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিপফেকের যুগে প্রযুক্তিকে বহু ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হচ্ছে।’’ এই ভিডিয়োর জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের পরামর্শদাতা সংস্থা ‘আইপ্যাক’কেও নিশানা করেন বিরোধী দলনেতা। তাঁকে পাল্টা জবাব দিলেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। তিনি বলেন, ‘‘সত্য সামনে এসেছে। শুভেন্দু অধিকারী ভয় পেয়েছেন, উনি পালানোর চেষ্টা করছে, তাই এই নতুন চিত্রনাট্য।’’

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *