suvendu
কলকাতা: হুগলির তারকেশ্বরের বেসরকারি স্কুল বিকাশ ভারতী ব্লুমস ডে-র চতুর্থ শ্রেণীর ছাত্র রনবীর সাউ৷ পরিবারে আর্থিন অনটন৷ সেই কারণেই সময় মতো স্কুলের বেতন জমা দিতে পারেনি তাঁর বাবা-মা৷ ফিস না দেওয়ার রনবীরকে স্কুল থেকে বার করে দেয় কর্তৃপক্ষ৷ স্কুল কর্তৃপক্ষের এই অমানবিক আচরণের কথা জানতে পেরেই রণবীরের পরিবারের পাশে এসে দাঁড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তিনি নিজে তারকেশ্বরে তাঁর প্রতিনিধিকে পাঠান এবং রনবীরের পড়াশুনার জন্য এক বছরের স্কুলের খরচ বাবদ অর্থ তাঁর বাবা-মায়ের হাতে তুলে দেন।