কলকাতা: রাত পোহালেই রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা (টেট)৷ ছয় বছর পর ফের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার আয়োজন করা হয়েছে রাজ্যে। পরীক্ষার ঠিক আগে টেট নিয়ে আবারও বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুগলির চুঁচুড়ার ঘড়ির মোড়ে বিজেপির ‘অধিকার সভা’য় যোগ দিয়ে এদিন বিরোধী দলনেতার অভিযোগ, ১০ লক্ষ টাকার বিনিময়ে টেট পরীক্ষার প্রশ্ন বিক্রি করা হচ্ছে৷ এর জন্য আগাম দিতে হবে পাঁচ লক্ষ টাকা। একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, রাজ্য সরকারকে ডিএ দিতেই হবে। নাম না করে মুখ্যমন্ত্রীর উদ্দেশেও তাঁর কটাক্ষ, ‘‘যে দিন ডিএ দিতে হবে, সে দিন নবান্নের ১৪ তলা থেকে পালাতে হবে।’’
আরও পড়ুন- ‘পোস্ট ইয়ে ব্যাপার..’, শতরূপ-পহেলির বিয়ের সেলিব্রেশন চলছেই, প্রকাশ্যে নবদম্পতির ছবি
শনিবার চুঁচুড়ার সভা থেকে শুভেন্দু টেট নিয়ে একের পর এক অভিযোগ তোলেন শুভেন্দু। তাঁর কথায়, রেলের মতো সুষ্ঠু ভাবে টেট পরীক্ষা নেওয়া হলে বিজেপি কোনও প্রশ্ন তুলত না। তিনি বলেন, ‘‘আমাদের আশঙ্কা, বহু জায়গা থেকে ফোন আসছে প্রশ্ন বলে দেওয়া হবে বলে। ১০ লক্ষ টাকার চুক্তি। অগ্রিম দিতে হবে পাঁচ লক্ষ টাকা৷ তাহলে শনিবারই প্রশ্ন বলে দেওয়া হবে। পরে বাকি পাঁচ লক্ষ টাকা মিটিয়ে দিতে হবে।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>