তৃণমূলের বিগ্রেডের দিন সন্দেশখালিতে সভা করতে পারবেন শুভেন্দু, তবে শর্ত জুড়ল হাই কোর্ট

তৃণমূলের বিগ্রেডের দিন সন্দেশখালিতে সভা করতে পারবেন শুভেন্দু, তবে শর্ত জুড়ল হাই কোর্ট

suvendu-can-held-public-meeting-in-sandeshkhali-on-10th

কলকাতা: ১০ মার্চ ব্রিগেডে সমাবেশ ডেকেছে তৃণমূল কংগ্রেস৷ ওই দিনই আবার সন্দেশখালিতে সভা করতে চেয়ে আদালতে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নন্দিগ্রানের বিজেপি বিধায়ককে ওই দিন সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ জানিয়েছে, আগামী ১০ মার্চ সন্দেশখালি গিয়ে সভা করতে পারবেন শুভেন্দু। তবে কোনও ভাবেই ওই সভা থেকে উস্কানিমূলক মন্তব্য করতে পারবেন না তিনি।

তবে যে জায়গায় শুভেন্দু সভা করতে চেয়েছিলেন, সেখানে সভা করার অনুমতি দেওয়া হয়নি তাঁকে৷ ন্যাজাটের দক্ষিণ আক্রাতলায় সভা করতে পারবেন শুভেন্দু৷ এমনটাই জানিয়েছে বিচারপতি সেনগুপ্তের বেঞ্চ৷ 

 

আরও কতদিন বৃষ্টি? কালীপুজো’ও মাটি! আগামী এক সপ্তাহের ওয়েদার রিপোর্ট | West Bengal Weather Update.

টার্ম ইনস্যুরেন্স কী? এই বিমা কেনার আগে মাথায় রাখুন এই সব বিষয়, না হলেই মিুশকিল | Personal Finance | Term Insurance

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + ten =