কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিসিসিআই সভাপতি পদ থেকে সরানো নিয়ে দাদার পাশে দাঁড়িয়েছেন দিদি৷ মহারাজকে ক্ষমতাচ্যুত করতেই জোরাল সওয়াল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এরই মাঝে এবার বোমা ফাটালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ মুখ্যমন্ত্রী যখন সৌরভকে আইসিসি-তে পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলেন, তখন তাঁকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার দাবি তুলেলন নন্দীগ্রামের বিধায়ক। ঠিক কী বলেছেন শুভেন্দু?
আরও পড়ুন- টেটে কত জনকে অবৈধ নিয়োগ? বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে বৈঠকে পর্ষদ
এদিন কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, “সৌরভকে রাজনীতির বাইরে রাখা হোক। শাহরুখ খানকে সরিয়ে সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা উচিত। ওঁর পাশে থাকতে এই পদক্ষেপ করা উচিত মমতা সরকারের।” মমতার বক্তব্যের রেশ টেনে তিনি আরও বলেন, ‘‘উনি অন্যায় হয়েছে বললেই তো আর হবে না। আপনার যদি সত্যিই সৌরভ গঙ্গোপাধ্যায়কে সম্মান জানানোর ইচ্ছে হত তাহলে অনেক আগেই তাঁকে এ রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করতে পারতেন৷ সৌরভ যে বাংলার রত্ন তা এতদিন বাদে বুঝতে পারলেন?”
এর আগে দিলীপ ঘোষের গলাতেও শোনা গিয়েছিল একই সুর। তিনি বলেছিলেন, ‘‘পশ্চিমবঙ্গে তো সৌরভ গঙ্গোপাধ্যায়ের চেয়ে শাহরুখ খান বড় ক্রিকেটার৷’’ বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতির কথায়, “তৃণমূলের কোনও কাজ নেই৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য কিছু করেনি ওরা, নামও উচ্চারণ করেনি৷ এখন সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য এত কান্নাকাটি করছে কেন? তাঁকে তারা প্রেসিডেন্ট করেছে?’’