‘পুরোদমে চলছে ডায়মন্ড হারবার মডেল..’, পঞ্চায়েতে ভোট গণনা নিয়ে বিস্ফোরক শুভেন্দু

‘পুরোদমে চলছে ডায়মন্ড হারবার মডেল..’, পঞ্চায়েতে ভোট গণনা নিয়ে বিস্ফোরক শুভেন্দু

কলকাতা: পঞ্চায়েত ভোট গণনার সকাল থেকেই অশান্তির ছবি গ্রাম বাংলায়৷ মারপিট, বোমাবাজি কিংবা প্রার্থী অপহরণের অভিযোগ অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিভিন্ন জেলায় আক্রান্ত বিরোধী প্রার্থী ও এজেন্টরা৷ কোথাও কোথাও আবার স্ট্রংরুমে কারচুপির অভিযোগও প্রাকশ্যে আসছে। সেই আবহেই বিস্ফোরক টুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ যেখানে ‘ডায়মন্ড হারবার’ মডেলের কথা তুলে ধরলেন তিনি। রাজ্য নির্বাচন কমিশনের কাছে গণনা বন্ধ করার দাবিও জানান নন্দীগ্রামের বিধায়ক৷ 

টুইট বার্তায় শুভেন্দু লেখেন, ‘‘গণনার দিনেও পুরোদমে ডায়মন্ড হারবার মডেল চলছে। তৃণমূলের গুন্ডারা এজেন্ট এবং প্রার্থীদের বাধা দিয়ে নির্বাচন চুরি করার শেষ মরিয়া চেষ্টা করছে। বিজেপি এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি গণনা হলে প্রবেশ করতে পারছে না। তাদের ১ থেকে ২ কিলোমিটার দূর থেকেই গণনা কেন্দ্রের দিকে যেতে নিষেধ করা হচ্ছে। কাউন্টিং এজেন্টদের ভয় দেখানোর জন্য বোমা ছোড়া হচ্ছে। তাদের নির্দয়ভাবে মারধর করা হচ্ছে, এমনকি অপহরণও করা হচ্ছে।’’

শুভেন্দুর অভিযোগ, ‘‘ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজ, কেশপুর কলেজ, গলসি, কাটোয়া, আমতা, বাগনান, বারাবানি, কিরনাহার সহ আরও বহু জায়গায় কাউন্টিং এজেন্ট এবং প্রার্থীকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশনের উচিত, অবিলম্বে গণনা প্রক্রিয়া বন্ধ করে দেওয়া। আগে এটা নিশ্চিত করতে হবে যে, সমস্ত বিরোধী দলের গণনা এজেন্ট এবং প্রার্থীরা যেন নির্বিঘ্নে গণনা কেন্দ্রগুলিতে ঢুকতে পারেন। তারা অনুষ্ঠানস্থলে পৌঁছতে পারলে, তবেই গণনা প্রক্রিয়া শুরু করা উচিত।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 11 =