Court
কলকাতা: প্রশাসনিক অনুমতি মেলেনি৷ ফের বাতিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা৷ ২৪ ঘণ্টা আগে সভা বাতিল করতে হল তাঁকে। এই নিয়ে পরপর দুবার একই জায়গায় কর্মসূচি বাতিল হল শুভেন্দুর৷ এর আগে গত ১ নভেম্বর একই ভাবে দলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে পারেননি শুভেন্দু। কোতুলপুরে পৌঁছলেও সভাস্থল পর্যন্ত যেতে পারেননি নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সেদিন সভা করতে না পেরে ১৭ নভেম্বর সভা করা হবে বলে ঘোষণা করেন তিনি৷ কিন্তু এদিনও সভা করার অনুমতি দেওয়া হল না তাঁকে।
এভাবে বারংবার সভা বাতিল হওয়ায় আদালতের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা। আজ, শুক্রবারই এই নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করবেন বলেও তিনি জানিয়েছেন। প্রসঙ্গত, গত ১ নভেম্বর বাঁকুড়ার কোতুলপুরের মোহিনী মোহন ময়দানে বিজয়া সম্মেলনীর আয়োজন করেছিল গেরুয়া শিবির৷ সেদিনের সভায় অনুমতি না মেলায় ১৭ নভেম্বর সভার দিন ঘোষণা করা হয়৷ কিন্তু, এদিনও প্রশাসনিক বাধা আসায় আইনের পথে হাঁটার কথা জানালেন শুভেন্দু অধিকারী৷ এই বিষয়ে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷ মামলা করার অনুমতি দিয়েছেন তিনি। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।