suvendu adhikari
কলকাতা: বিজেপির বিরুদ্ধে এর আগে বহুবার বিভেদমূলক রাজনীতির অভিযোগ উঠেছে। জাতপাত নিয়ে রাজনীতি করার অভিযোগও নতুন নয়৷ এবার সন্দেশখালি যাওয়ার পথে বিজেপি’র পথ আটকানো এক পাগড়িধারী শিখ আইপিএস আধিকারিককে ‘খলিস্তানি’ বলে আক্রমণ করার অভিযোগ উঠল বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে৷ বিজেপির কর্মীদের মন্তব্যের নিন্দা করেছেন খোদ মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার একটি ভিডিয়ো পোস্ট করে এক্স হ্যান্ডলে মমতা লিখেছেন, ‘‘বিজেপি তা হলে মনে করে, যারা পাগড়ি পরে তারাই খলিস্তানি! ওদের বিভাজনের রাজনীতি সাংবিধানিক সীমা লঙ্ঘন করে যাচ্ছে।’’ বিজেপি কর্মীদের কথার তীব্র বিরোধিতা করেন সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকও। তিনি বলেন, “কেন আমার ধর্ম নিয়ে মন্তব্য় করছেন? মাথায় পাগড়ি পরেছি বলেই কি আমি খলিস্তানি হয়ে গেলাম?”