কলকাতা: ‘শুভেন্দু বেশি দিন বিজেপিতে থাকবেন না’৷ ফিরহাদ হাকিমের মন্তব্যে ফের শোরগোল রাজনৈতিক মহলে৷ তবে কি ফের তৃণমূলে ফিরবেন বিরোধী দলনেতা? পরিবহণমন্ত্রীর সাফ বক্তব্য, তৃণমূল ওকে নেবে না৷
আরও পড়ুন- আমতায় ছাত্রমৃত্যর ঘটনায় ধুন্ধুমার,ছাত্র বিক্ষোভে অবরুদ্ধ পার্ক সার্কাস
এদিন শুভেন্দুর নিরাপত্তা বৃদ্ধির প্রসঙ্গে ববি বলেন, “শুভেন্দুই বিজেপি’র একমাত্র নেতা, যিনি এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছেন। বাকি সবাই তো ঘরে ঢুকে আছে। তাই ওঁর নিরাপত্তা বাড়ানো হচ্ছে। তবে শুনছি শুভেন্দু বেশি দিন বিজেপিতে থাকবে না৷ অনেক বিজেপি বিধায়ক আমাদের দলে আসতে চাইছেন। এরপর তো বিজেপি ফাঁকা হয়ে যাবে। তখন শুভেন্দু কী করবে?”
উল্লেখ্য দিন কয়েক আগে শুভেন্দুকে নিয়ে শোরগোল ফেলেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷ জল্পনা উস্কে কুণাল বলেছিলেন, তৃণমূলে ফিরতে চাইছেন শুভেন্দু৷ এবার বিরোধী দলনেতাকে নিয়ে মন্তব্য করলেন ফিরহাদ৷ প্রসঙ্গত, সম্প্রতি শুভেন্দু অধিকারীকে যেভাবে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, তাতে তাঁর সুরক্ষায় নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর৷ শনিবার সেই বিষয়েই প্রশ্ন করা হয়েছিল পরিবহণ মন্ত্রীকে। জবাবে ফিরহাদ যা বললেন তাতে জল্পনা তুঙ্গে। ওয়াকিবহাল মহলের কথায়, তৃণমূল নেতারা মনে করছেন শুভেন্দু অধিকারী আর বেশিদিন বিজেপিতে থাকতে পারবেন না৷ কারণ বিজেপিতে গিয়ে তাঁর দম বন্ধ হয়ে আসছে।
যদিও টুইটে যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য, তাঁর নামে সম্পূর্ণ মিথ্যে খবর ছড়ানো হচ্ছে৷ দল বদলানো বা তৃণমূলে ফেরার কোনও ভাবনাই নেই তাঁর। উল্লেখ্য, ২০২০ সালের ১৯ ডিসেম্বর অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>