সন্দেশখালির পথে শুভেন্দু অধিকারী, বৃন্দা কারাতরা, নতুন করে ১২ জায়গায় ১৪৪ ধারা জারি

সন্দেশখালির পথে শুভেন্দু অধিকারী, বৃন্দা কারাতরা, নতুন করে ১২ জায়গায় ১৪৪ ধারা জারি

sandeshkhali

কলকাতা: কলকাতা হাই কোর্টের অনুমতিক্রমে সন্দেশখালির পথে রওনা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ সন্দেশখালি যাচ্ছেন বৃ্ন্দা কারাত-ও। মঙ্গলবার সকালেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন  সিপিএমের পলিটব্যুরো নেত্রী। এদিকে, পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে উত্তর চব্বিশ পরগণার ছোট্ট এই দ্বীপকে৷ নতুন করে ধামাখালি ঘাট , সন্দেশখালি ঘাট , ভোলাখালি ঘাট , খুলনা ঘাট, জেলেখালি ঘাট— সহ সন্দেশখালির মোট ১২ জায়গায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। 

আদালতের অনুমতিতে সন্দেশখালির নির্দিষ্ট কয়েকটি জায়গায় ঢুকতে পারবেন শুভেন্দু অধিকারী। সোমবারই বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, সন্দেশখালির ছয়-সাতটি গ্রামে যাবেন তিনি৷ সন্দেশখালিতে ১৪৪ ধারা জারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল হাই কোর্ট। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকার কথা৷ কিন্তু, নতুন করে জারি হয়েছে ১৪৪ ধারা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =